ফরিদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

ফরিদপুর সদর উপজেলায় দুটি বাসের সংঘর্ষ হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে কানাইপুর ইউনিয়নের কোষা গোপালপুর এলাকায়ছবি: প্রথম আলো

ফরিদপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোষা গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের গোপালপুর এলাকায় আবুল হোসেন ফিলিং স্টেশনের কাছে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি বাস ও ফরিদপুর থেকে মাগুরাগামী রিক এন্টারপ্রাইজের একটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে রিক এন্টারপ্রাইজের বাসের তিন আরোহী নিহত হন। তাঁদের মধ্যে বাসের চালকও আছেন। এ ছাড়া দুটি বাসের অন্তত ২৫ জন আহত হন। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়।

নিহত ব্যক্তিরা হলেন, বাসের চালক আজিজুল হক (৬২); তাঁর বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাটিকামারি গ্রামে। নিহত অন্য দুজন ফরিদপুর শহরের উত্তর টেপাখোলা এলাকার আব্দুল মান্নান মোল্লা (৭৫), তিনি পারিশা ফিলিং স্টেশনের ব্যবস্থাপক ছিলেন এবং ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের গড়িয়াদহ এলাকার বাসিন্দা মিনতি রানী বিশ্বাস (৪২)।

ঘটনাস্থল থেকে ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ঢাকাগামী রয়েল পরিবহনের বাসটি সড়কের নির্দিষ্ট লেন ধরে চলছিল। তবে মাগুরাগামী লোকাল বাসটি রং সাইডে গিয়ে রয়েল পরেবহনের বাসটির সামনের দিকে আঘাত করে। এতে রয়েল পরিবহনের চালক, তাঁর সহকারী ও সুপারভাইজার আহত হয়েছেন।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার অল্পক্ষণের মধ্যেই সড়ক থেকে বাস দুটি সরিয়ে নেওয়া হয়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বাস দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।