সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা শিবপুরের আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ নামের একটি সংগঠনের সদস্যসচিব ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। গত উপজেলা পরিষদ নির্বাচনে হারুনুর রশিদ খানের কাছে হেরে যাওয়ার পর থেকে স্থানীয় রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন তিনি।
আরিফ উল ইসলাম মৃধার স্ত্রী আফরোজা নাসরিন বলেন, ‘গতকাল দুপুরে ভাত খাওয়ার পর আমরা ঘুমিয়ে ছিলাম। আসরের নামাজের আগে কয়েকজন এসে তাঁকে (আরিফ) ডাকছিলেন। পরে ঘুম থেকে উঠে তিনি তাঁদের সঙ্গে কথা বলেন। প্রতিদিন কত মানুষই তো তাঁর সঙ্গে দেখা করতে আসেন। আমি অসুস্থ থাকায় আরও একটু ঘুমাচ্ছিলাম। পরে শুনেছি, তাঁরা সাদা পোশাকের পুলিশের লোক।’
পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়ার ব্যক্তিগত কার্যালয় (উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত) আগুনে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরিফকে আটক করেছে শিবপুর থানার পুলিশ।
এ বিষয়ে শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল রাতে শিবপুর থানায় মামলা হয়েছে। ওই মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধাসহ ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। আটক আরিফ উল ইসলাম মৃধাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হবে।