‘ক্যারি অন’ পদ্ধতি বহালের দাবিতে বিক্ষোভ ও অবস্থান

শিক্ষার্থীরা ‘ক্যারি অন’ পদ্ধতি বহালের দাবিতে স্লোগান দেন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাসে
ছবি: আনিস মাহমুদ

মেডিকেল কলেজে সিজিপিএ পদ্ধতি বাতিল করে ‘ক্যারি অন’ পদ্ধতি বহালের দাবিতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ক্যাম্পাস থেকে বিক্ষোভ শুরু হয়। পরে তাঁরা হাসপাতালের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় শিক্ষার্থীরা ‘ক্যারি অন’ পদ্ধতি বহালের দাবিতে স্লোগান দেন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এতে এমবিবিএস কোর্স ও বিডিএস কোর্সের শিক্ষার্থীরা অংশ নেন।

কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আগের পদ্ধতিতে কোনো বর্ষের বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বর্ষে একই ব্যাচে পড়ার সুযোগ দেওয়া হতো। সে বিষয়ে পরবর্তী বর্ষে পরীক্ষা দিতে পারতেন। নতুন গ্রেডিং পদ্ধতিতে সেটি থেকে বঞ্চিত করা হয়েছে। সেই সঙ্গে এ, বি ও সি গ্রেড করে চিকিৎসকদের মধ্যে বৈষম্য তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এতে চিকিৎসকদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে। এ জন্য তাঁরা দ্রুত গ্রেডিং পদ্ধতি বাতিল করে ক্যারি অন পদ্ধতি চালু করার দাবি জানাচ্ছেন।

কর্মসূচি থেকে আগামী শনিবার সিলেটে বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্স ও বিডিএস কোর্সের শিক্ষার্থীরা ‘ক্যারি অন’ পদ্ধতি বহালের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন।