মানববন্ধনে মাদারীপুর প্রেসক্লাবের কার্যকারী সদস্য ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সঞ্জয় কর্মকারের সঞ্চালনায় বক্তব্য দেন মাদারীপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব খান, সাধারণ সম্পাদক মনির হোসেন, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি আঞ্জুমান জুলিয়া প্রমুখ। এ সময় বক্তারা দ্রুত এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, অবিলম্বে মিথ্যা হয়রানিমূলক মামলাটি প্রত্যাহার করতে হবে। অন্যথায় আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ মার্চ দৈনিক সমকালে ‘ধর্ষণের অভিযোগ ৪ লাখ টাকায় রফা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। স্থানীয় ও ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি অনলাইনেও প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনে ইউপি চেয়ারম্যান বাবুল আক্তার সালিস মীমাংসা করে দিয়েছেন বলে উল্লেখ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই তিন সাংবাদিকের বিরুদ্ধে বাদী হয়ে মামলার আবেদন করেন ইউপি চেয়ারম্যান বাবুল। মামলার এজাহারে দাবি করা হয়েছে, ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় সংবাদটি প্রকাশ করা হয়েছে। এতে পাঁচ কোটি টাকার মানহানিও হয়েছে। পরে বাদী ও আইনজীবীদের শুনানী শেষে আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।