তরুণেরা এগিয়ে গেলে দেশও এগিয়ে যাবে

প্রথম আলো–শিখোর উদ্যোগে জয়পুরহাটে জিপিএ-৫ পাওয়া ৮২৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। রোববার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে
ছবি: প্রথম আলো

যে স্বপ্ন তোমাদের ঘুমাতে দেয় না, সেটিই আসল স্বপ্ন। জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে তোমাদের ভালো স্বপ্ন দেখতে হবে। মিথ্যা, মুখস্থ ও মাদককে না বলতে হবে। পাঠ্যপুস্তকের বাইরের বই বেশি বেশি পড়তে হবে। স্মার্টফোনের ভালোটা গ্রহণ করে খারাপটা পরিত্যাগ করতে হবে। তরুণেরা এগিয়ে গেলে দেশও এগিয়ে যাবে।

প্রথম আলো ও ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র উদ্যোগে জয়পুরহাটে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন। রোববার জয়পুরহাট সদর উপজেলা পরিষদের মোহাম্মদ মুজিবর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

আরও পড়ুন

সকাল থেকেই জয়পুরহাট সদর, পাঁচবিবি, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার কৃতী শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা সংবর্ধনাস্থলে ছুটে আসেন। সকাল আটটা থেকে তিনটি বুথ থেকে নিবন্ধিত ৮২৮ শিক্ষার্থীকে সনদ, ক্রেস্ট ও স্ন্যাকস বক্স সরবরাহ করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। এ সময় মিলনায়তনে উপস্থিত সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীতের সঙ্গে কণ্ঠ মেলান। জান্নাতুল ফেরদৌস বেবীর সঞ্চালনে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর জয়পুরহাট জেলা প্রতিনিধি রবিউল ইসলাম।

পাঁচবিবি সরকারি লাল বিহারী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, প্রথম আলো অন্য দশটা সংবাদপত্রের মতো একটা সংবাদপত্র নয়। প্রথম আলো তার চেয়ে বেশি কিছু। মানবিক সমাজ বিনির্মাণে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। আজকের এই কৃতী সংবর্ধনাও তার একটি উজ্জ্বল উদাহরণ।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে দিক–নির্দেশনামূলক বক্তব্য দেন জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। রোববার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে
ছবি: প্রথম আলো

অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন বলেন, ‘ঘুমিয়ে স্বপ্ন দেখলে জীবনে কখনো লক্ষ্যে পৌঁছানো যাবে না। যে স্বপ্ন ঘুমাতে দেয় না, সেটিই আসল স্বপ্ন। তোমাদের ভালো স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন বাস্তবায়নে ভালো পড়াশোনার বিকল্প নেই। আবার শুধু মেধাবী শিক্ষার্থী হলেই চলবে না, সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গড়তে ভালো মানুষও হতে হবে।’

প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ বলেন, ‘আজকের অনুষ্ঠানের সব বক্তাই বলেছেন, কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশের সঙ্গে সঙ্গে ভালো মানুষ হতে হবে। শুধু পাঠ্যপুস্তক পড়লে চলবে না। বাইরের বই বেশি বেশি পড়তে হবে।’ এ সময় মিথ্যা, মুখস্থ ও মাদককে না বলতে তিনি কৃতী শিক্ষার্থীদের দুই হাত তুলে অঙ্গীকার করান।

আরও পড়ুন

জয়পুরহাট জেলা প্রশাসক (ডিসি) সালেহীন তানভীর গাজী বলেন, ‘এখন স্মার্টফোন আর ইন্টারনেট থাকলে পুরো পৃথিবী দেখা যায়। স্মার্টফোনের ভালো-খারাপের ব্যবহার আছে। তোমাদের স্মার্টফোনের ভালোটা নিতে হবে আর খারাপটা পরিহার করতে হবে। তাহলে স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়ক হবে। নিজে একা শুধু এগিয়ে গেলে চলবে না, পিছিয়ে পড়াদের এগিয়ে নিতে হবে।’

কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে আক্কেলপুর উপজেলার ঘোষপাড়া থেকে বাবার সঙ্গে এসেছিল সমাপ্তি রানী ঘোষ। সে বলে, ‘প্রথম আলো প্রিয় ও পছন্দের পত্রিকা। তাই সেই পত্রিকার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে সাতসকালে বাবার সঙ্গে এসেছি। ভালো ফলাফলের স্বীকৃতি পেয়ে নিজেকে খুবই ভালো লাগছে।’ জয়পুরহাট সরকারি বালিকা বিদ্যালয়ের সাদিয়া আক্তার বলে, ‘আমার জন্য দিনটি অনেক ভালো লাগার। পরবর্তী পরীক্ষাগুলোতেও এ সাফল্য বজায় রাখতে চাই।’

কৃতী শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রোববার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে
ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কবিতা আবৃত্তি করে আক্কেলপুরের শ্রীকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী সাবিকুন নাহার প্রীতি।

আয়োজনে সহযোগিতা করেছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আহাম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত হোসেন, প্রথম আলো বন্ধুসভা জয়পুরহাটের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার জাহান রুমাসহ কৃতী শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।