১৭ ঘণ্টা পর আন্ধারমানিক নদে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় বালুবাহী জাহাজ থেকে আন্ধারমানিক নদে ছিটকে পড়ে নিখোঁজ হওয়া শ্রমিক শাকিল গাজীর (২৩) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা তিনটার দিকে নদের বাদুরতলী এলাকা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শাকিল গাজী গলাচিপা উপজেলার গজালিয়া এলাকার জাকির গাজীর ছেলে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে কলাপাড়া পৌর শহর লাগোয়া নাচনাপাড়া গ্রামসংলগ্ন আন্ধারমানিক নদে বালুর জাহাজ থেকে পড়ে তিনি নিখোঁজ হন।

কলাপাড়া পৌর শহরের ব্যবসায়ী কেরামত আলী খানের মালিকানাধীন এমভি তিশা-তাপসী জাহাজে শাকিল গাজী শ্রমিক হিসেবে কাজ করেন। এ জাহাজে আরও চার শ্রমিক ছিলেন। জাহাজটি পায়রা বন্দর থেকে বালু নিয়ে গতকাল রাতে কলাপাড়া পৌর শহর লাগোয়া নাচনাপাড়া গ্রামের পাশে আন্ধারমানিক নদে পৌঁছায়। রাত সাড়ে ১০টার দিকে জাহাজটি নোঙর করা হচ্ছিল। এ সময় শাকিল গাজী জাহাজ থেকে ছিটকে আন্ধারমানিক নদে পড়ে নিখোঁজ হন।

আরও পড়ুন

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইলিয়াস হোসাইন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং উদ্ধার অভিযান শুরু করি। পরে পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিসের আরও একটি ডুবুরি দল উদ্ধার কাজে যুক্ত হয়। ১৭ ঘণ্টা পর নিখোঁজ শ্রমিকের মৃতদেহ কলাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকাসংলগ্ন আন্ধারমানিক নদ থেকে উদ্ধার করা হয়েছে।’

কলাপাড়া থানার উপপরিদর্শক রাসেল মিয়া জানান, মৃতদেহ উদ্ধার করার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।