লালমনিরহাটের সীমান্ত এলাকার শীতার্তরা পেলেন প্রথম আলো ট্রাস্টের কম্বল

শীতার্তদের হাতে প্রথম আলো ট্রাস্টের কম্বল তুলে দেন বন্ধুসভার সদস্যরা। আজ সোমবার সকালে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন পরিষদ চত্বরেছবি: প্রথম আলো

লালমনিরহাটের সীমান্ত এলাকার ১০০ জন শীতার্ত মানুষ পেয়েছেন প্রথম আলো ট্রাস্টের কম্বল। জেলা শহর থেকে ১০ কিলোমিটার উত্তরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন পরিষদ চত্বরে আজ সোমবার সকালে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।

ভারত ও বাংলাদেশ সীমান্ত ঘেঁষে থাকা রতনাই ও ধরলা নদীবেষ্টিত মোগলহাট ইউনিয়ন। ব্রিটিশবিরোধী কৃষক আন্দোলনের নেতা নুরলদীনের স্মৃতিধন্য এই জনপদের ইটাপোতা, কর্ণপুর, বুমকা, কুড়ুল, কোদাল খাতা ও ফুলগাছ গ্রামের বিভিন্ন বয়সের শীতার্ত মানুষেরা এসেছিলেন কম্বল নিতে। তাঁদের একজন স্থানীয় ইটাপোতা গ্রামের মৃত দারোগা আলীর স্ত্রী জমিরন (৮০)। লাঠিতে ভর দিয়ে কম্বল নিতে এসে তিনি বলেন, ‘তোমরা বাপু সাংবাদিক হয়া যে আমাক একটা কম্বল দিলা, আল্লাহ যেন তোমগোর দানের ক্ষমতা বাড়ায়া দেয়, নামাজ পইড়া আল্লাহর কাছে সেই দোয়া করমু।’

আরও পড়ুন

একই রকম অনুভূতি প্রকাশ করেন ইটাপোতা গ্রামের মৃত ফরজুল্লাহ প্রামাণিকের ছেলে শারীরিক প্রতিবন্ধী আবদুল কাইয়ুম (৭৮) ও বুমকা গ্রামের মৃত নিত্যানন্দ রায়ের ছেলে নরেন্দ্র নাথ রায় (৮১)।

শীতার্তদের মাঝে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে কম্বল বিতরণ কার্যক্রমের প্রশংসা করে বক্তব্য দেন মোগলহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান ও ইটাপোতা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক।

এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর লালমনিরহাট জেলা প্রতিনিধি আবদুর রব, প্রথম আলো লালমনিরহাট বন্ধুসভার সভাপতি স্কুলশিক্ষক সাহেবর হোসেন, সহসভাপতি মো. জাহেদুল ইসলাম, সহসভাপতি ফারাহ নাজ নাহার, সাধারণ সম্পাদক আবু সায়েদ, সাংগঠনিক সম্পাদক শাহীন জামান, দপ্তর সম্পাদক গৌতম রায়, প্রশিক্ষণ সম্পাদক মো. সেলিম মিয়া প্রমুখ।

আরও পড়ুন

শীতার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন।
হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ ত্রাণ তহবিল
হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪
ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।

অথবা

বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।

আরও পড়ুন