খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা পেল কৃতী শিক্ষার্থীরা

খাগড়াছড়িতে জিপিএ–৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ। আজ সোমবার সকালে শহরের ক্ষুদ্র জাতিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে
ছবি: প্রথম আলো

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার শিক্ষার্থী ডনুপ্রু চৌধুরী। এবার এসএসসি পরীক্ষায় মহালছড়ি সরকারি উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। ভর্তি হয়েছে ঢাকার বেগম বদরুন্নেসা মহিলা কলেজে। আজ সোমবার সকালে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে এসে ডনুপ্রু বলে, ‘উৎসবে এসে দারুণ লাগছে। এখানে অনেক নতুন বন্ধুর সঙ্গে পরিচিত হতে পেরেছি। সনদ ও ক্রেস্ট নেওয়ার পাশাপাশি সুধীজনদের কথা শুনতে ঢাকা থেকে এসেছি।’

খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে খাগড়াছড়ি সদরের নারানখাইয়া এলাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের হল রুমে এই উৎসবের আয়োজন করা হয়।

সারা দেশে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে। এই আয়োজনে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা
ছবি: প্রথম আলো

বেলা ১১টায় খাগড়াছড়ি বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এর আগে কুয়াশা আর শীত উপেক্ষা করে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে উৎসব প্রাঙ্গণে আসে নিবন্ধন করা শিক্ষার্থীরা। তাদের ক্রেস্ট, সনদ, প্রথম আলো ই-পেপার (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস বক্স দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন ডীনা ডান্স একাডেমির শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যরা।

আরও পড়ুন

খাগড়াছড়ি টিউফা স্কুলের শিক্ষার্থী ছিল অভিক দেওয়ান। জিপিএ–৫ পেয়ে এসএসসি পাশের পর ভর্তি হয়েছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে। অভিক বলে, ‘কলেজে উঠার পর অনেক নতুন বন্ধু পেয়েছি। তাই সবাই মিলে দল বেঁধে এসেছি।’

অনুষ্ঠানে প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী শিক্ষার্থীদের মাদক, মুখস্থবিদ্যা ও মিথ্যাকে না বলতে শিক্ষাথীদের অঙ্গীকার করান। বন্ধুসভার সাবেক সভাপতি প্রভাত তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাহ আলমগীর, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রুশদীনা আক্তার জাহান, প্রথম আলোর খাগড়াছড়ি প্রতিনিধি জয়ন্তী দেওয়ান, বন্ধুসভার খাগড়াছড়ি সভাপতি মো. শহিদুল ইসলাম প্রমূখ।