নিশিরাতের সরকারকে বিদায় নিতে হবে: রুহুল কবির রিজভী
আওয়ামী লীগ সরকারের উদ্দেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নিশিরাতের সরকারকে বিদায় নিতে হবে। অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নিন। এটা এখন জনগণের প্রাণের দাবি।’
আজ শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় এক স্মরণসভায় এ কথা বলেন রুহুল কবির রিজভী। উপজেলার ঘাগটিয়াচালা ওয়েল ফেয়ার ক্লাব মাঠে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য আ স ম হান্নান শাহের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভা আয়োজন করা হয়েছিল। আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণসভাটি অনুষ্ঠিত হয়। রিজভী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক চাপে পড়েছে। কিছুদিন আগেও পালানোর পথ ছিল। কিন্তু আজ আন্তর্জাতিক পর্যায়ে যে অবস্থা হয়েছে, তাতে পালানোর সব পথ বন্ধ হয়ে গেছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক। স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কামরুজ্জামান রতন, রফিকুল ইসলাম, কাজী ছাইয়েদুল আলম, মজিবুর রহমান, ওমর ফারুক, শওকত হোসেন সরকার প্রমুখ।