আদালতে আত্মসমর্পণের পর জা‌মিন পেলেন আ.লীগ নেতার ভা‌তিজা

গত ৩ আগস্ট দুপুরে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা
ফাইল ছবি

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের দুই শিক্ষার্থী ও হাসপাতালের এক শিক্ষানবিশ চিকিৎসককে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে করা দুটি মামলার আসামি এইচ এম আবদুল্লাহ (২২) আদালতে আত্মসমর্পণের পর জা‌মিনে মুক্তি পেয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি সিলেট মেট্রোপ‌লিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

অভিযুক্ত আবদুল্লাহ সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপ‌তি ও সিলেট সি‌টি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল খা‌লিকের ভা‌তিজা। আবদুল্লাহ ছাত্রলীগের রাজনী‌তির সঙ্গেও জ‌ড়িত বলে জানা গেছে। গত ৩০ জুলাই হাসপাতালের কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান আবদুল্লাহ। ওই সময় হাসপাতালের কর্মচারী ও শিক্ষার্থীরা আবদুল্লাহকে পুলিশে সোপর্দ করলে আবদুল খালিক মুচলেকা দিয়ে আবদুল্লাহকে নিয়ে যান।

নাম প্রকাশ না করার শর্তে সিলেট মহানগর পু‌লিশের এক কর্মকর্তা বলেন, আসামিপক্ষের আইনজীবী আদালতে বিচারকের কাছে আবদুল্লাহকে ‘অপ্রাপ্তবয়স্ক’ বলে উপস্থাপন করে জা‌মিন প্রার্থনা করেছেন। পরে আদালতের বিচারক তাঁর জা‌মিন মঞ্জুর করেন।

তবে আসামিপক্ষের আইনজীবী শাহ মো. মোশা‌হিদ আলীর মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। সিলেট মহানগর আদালতের সহকারী সরকা‌রি কৌঁসু‌লি খোকন কুমার দত্তের মুঠোফোন নম্বরেও একাধিকবার কলে দেওয়া হলেও তি‌নি সাড়া দেননি। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ সরকা‌রি কৌঁসু‌লি রা‌শিদা সাইদা খানমের মুঠোফোনে কল দেওয়া হলে তাঁর নম্বরও বন্ধ পাওয়া গেছে।

জানতে চাইলে সিলেট কোতোয়া‌লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, দুটি মামলায় আসামি আবদুল্লাহর জা‌মিন হয়েছে বলে তিনি শুনেছেন। তবে আদালত থেকে নির্দেশনার কোনো কপি তিনি এখনো পাননি। আদালত থেকে নির্দেশনা পেলে বিস্তারিত জানা যাবে এবং পরবর্তী আইনি কার্যক্রমে যাওয়া যাবে।

১ আগস্ট সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের দুই ছাত্রের ওপর হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, ৩০ জুলাই রাতে হাসপাতালে রোগীর স্বজন পরিচয়ে কয়েকজন তরুণ কর্তব্যরত এক শিক্ষানবিশ চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার ও অশালীন আচরণ করেন। পরে শিক্ষানবিশ চিকিৎসকেরা তাঁদের আটক করে পুলিশের কাছে দেন। এ ঘটনার জেরে সোমবার রাতে মেডিকেল কলেজের ফটকের পাশে দুই ছাত্রের ওপর হামলা চালানো হয়।

হামলার ঘটনায় ২ আগস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ সিলেট কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা করে। শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ এবং শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা দুটি মামলাতেই আবদুল্লাহ এজাহারভুক্ত আসামি।