ওরা মানচিত্রে থাবা দিয়েছে, সমুদ্র চায়, সেন্ট মার্টিন চায়: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এবারের নির্বাচনে নৌকাপ্রার্থী শামীম ওসমান
প্রথম আলোর ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘পৃথিবীর অনেক বড় একটি শক্তি। ওরা মানচিত্রে থাবা দিয়েছে। সমুদ্র চায়, সেন্ট মার্টিন চায়। বলা হচ্ছে—আরব স্প্রিং; ইরাক-লিবিয়ার মতো হয়ে যাবে। যদি এটা হতে দিতে না চান, ভোট দিতে আসবেন। নয়তো ওরা সুযোগ নেবে, এরপরে আর রক্ষা নেই। এই এক মহিলা (শেখ হাসিনা) সব ঠেকিয়ে রেখেছে।’

গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি এসব কথা বলেন। শামীম ওসমান বলেন, ‘আমি কেন ভোট চাইব? সমস্যা তো আমার না, আপনার সমস্যা। আপনি নিজের তাগিদেই ভোটকেন্দ্রে যাওয়া উচিত। আমি নাটক করতে পারি না। লুঙ্গি দেব, শাড়ি দেব—এসব ভন্ডামি আমি করি না। আমরা কাজ করেছি।’

আরও পড়ুন

আগামী নির্বাচন ‘খুব বড় চ্যালেঞ্জ’ মন্তব্য করে শামীম ওসমান বলেন, ‘নিজে ভোট দেবেন, মানুষকেও দেওয়াবেন। না হলে আপনার এই মানচিত্র স্বাধীন থাকবে না। তাঁর (শেখ হাসিনা) যদি কোনো ক্ষতি করতে পারে, তাহলে আর স্বাধীন থাকতে পারবেন না।’

বিএনপি নেতা-কর্মীদের জন্য ‘মায়া লাগে’ বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, ‘লন্ডন থেকে বলে আগুন দাও। আগুন জ্বালিয়ে তারেক রহমান ভাইয়াকে পাঠায়। ওরাও তো আমাদেরই ছেলেমেয়ে। এসব মামলায় যখন চার্জশিট হয়ে যাবে, আদালতে দেখানো হবে ছবি-ভিডিও। সাজা হবে, কাঁদবে কারা? তার পরিবার কাঁদবে। তারেক রহমান কিন্তু কাঁদবে না। সমস্ত ভিডিও প্রশাসনের কাছে আছে। আমি জানি, ওরা অপরাধী না। আমি চেষ্টা করব ওদের সেভ (রক্ষা) করতে।’

আরও পড়ুন

শামীম ওসমান গতকাল বিকেলে কাশিপুর ইউনিয়নের হাজীপাড়া, শান্তিনগর, উত্তর নরসিংপুরসহ কয়েকটি এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ সময় তাঁর সঙ্গে গণসংযোগে অংশ নেন।