স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দিয়ে যোগ্য মানুষকে নিয়োগ দেওয়া হোক: ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই–এর সুধী ও শিক্ষার্থী সমাবেশ বক্তব্য দিচ্ছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। মঙ্গলবার ঢাকার সাভার সরকারি কলেজ মাঠে
ছবি: প্রথম আলো

ব্যর্থতার দায়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ চেয়েছেন নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেছেন, ‘প্রধান উপদেষ্টাকে বলব অনতিবলম্বে উনাকে (স্বরাষ্ট্র উপদেষ্টা) সরিয়ে দেওয়া হোক। স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দিয়ে উনার জায়গায় একজন যোগ্য মানুষকে নিয়োগ দেওয়া হোক।’

ঢাকার সাভারে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সড়কে নৈরাজ্য, যানজট নিরসন ও দুর্ঘটনা রোধকল্পে সুধী ও শিক্ষার্থী সমাবেশে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইলিয়াস কাঞ্চন। এদিন সাভার সরকারি কলেজ মাঠে আয়োজিত নিরাপদ সড়ক চাই সাভার শাখার আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি অংশগ্রহণ করেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি আসলে ব্যর্থ। আইনশৃঙ্খলা রক্ষায় যদি তিনি একজন দক্ষ ব্যক্তি হতেন, তাহলে কিন্তু দেশে যা ঘটছে সেগুলো হতো না। ছয় মাস হয়ে গেলেও তিনি কোনো দক্ষতা দেখাতে পারেননি। তারপরও তিনি দায়িত্ব ছেড়ে দিচ্ছেন না। প্রধান উপদেষ্টাও তাঁকে পদ ছেড়ে দিতে বলছেন না।’

স্বরাষ্ট্র উপদেষ্টার জায়গায় দক্ষ কাউকে আনা প্রয়োজন বলে মনে করেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘উনি যেহেতু উনার দক্ষতা দেখা পারছেন না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন চরম অবস্থায় পৌঁছেছে সেই জায়গা থেকে উত্তরণ করতে গেলে এখানে একজন শক্ত, সামর্থ্য এবং দক্ষ মানুষকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আনা দরকার।’

দেশকে অস্থিতিশীল করতে চলে যাওয়া ফ্যাসিস্ট সরকারের দোসর এবং দেশে অবস্থানরত সন্ত্রাসীরা কাজ করছে বলে উল্লেখ করেন নিরাপদ সড়ক চাই–এর চেয়ারম্যান। তিনি বলেন, ‘কক্সবাজারে আমাদের বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে পর্যন্ত হামলার ঘটনা ঘটেছে। এটি ভীষণ খারাপ অবস্থা। দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিস্ট যে সরকার চলে গেছে, তাদের দোসররা এগুলো করছে। পাশাপাশি অন্যান্য সন্ত্রাসী যারা আছে তারাও সুযোগ বুঝে কাজগুলো করছে। সেই জায়গায় যদি এমন একজন স্বরাষ্ট্র উপদেষ্টা থাকেন তাহলে কিন্তু এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এই জায়গা থেকে উত্তরণ হতে গেলে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার স্থলে একজন শক্তিশালী মানুষকে উপদেষ্টা হিসেবে আসা দরকার।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার সরকারি কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবীর, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, ধামরাই উপজেলা শাখার সভাপতি ও সাবেক যুববিষয়ক সম্পাদক নাহিদ মিয়া, সাভার উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।