বেড়িবাঁধে ধস, ঘূর্ণিঝড় সিত্রাং আতঙ্কে কয়রাবাসী

রাতে ধসে গেছে কয়রার হরিণখোলা এলাকার বেড়িবাঁধ, সকাল হতেই বাঁধ মেরামতের চেষ্টা এলাকাবাসীর
ছবি: প্রথম আলো

আজ সোমবার ঘড়ির কাঁটায় ভোর চারটা ছুঁই ছুঁই। কপোতাক্ষ নদে তখন ভাটার টান। সুন্দরবন উপকূলীয় জনপদ খুলনার কয়রা উপজেলার হরিণখোলা এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে হঠাৎ ফাটল দেখতে পান স্থানীয় মাছের ঘেরের মালিক আনারুল ইসলাম। বেড়িবাঁধের ওপর দাঁড়িয়েই তিনি হাঁক ছাড়েন, ‘বেড়িবাঁধ ভেঙে গেল রে...!’ তার হাঁক শুনে পার্শ্ববর্তী ঘের থেকে বেরিয়ে আসেন কয়েকজন। তাদের সামনেই কয়েক মিনিটের ব্যবধানেই বেড়িবাঁধের দীর্ঘ একটি অংশ নদীতে বিলীন হয়ে যায়।

বাঁধভাঙার আতঙ্কে নিজেদের ঘরবাড়ি, সম্পদ নিয়ে দুশ্চিন্তায় পড়েন স্থানীয় বাসিন্দারা। এ জন্য মসজিদের মাইকে গ্রামবাসীকে ঝুড়ি আর কোদাল নিয়ে বেড়িবাঁধে আসার ডাক দেন স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কালাম শেখ। নিজেদের রক্ষার তাগিদে ভাঙা বাঁধে গ্রামবাসী হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে শুরু করেছেন বাঁধ মেরামতের কাজ। দুপুরে নদীতে জোয়ার আসার আগ পর্যন্ত একটানা মাটি কেটে, বাঁধ উঁচু করার কাজ করবেন তাঁরা। ইউপি সদস্য আবুল কালাম শেখ বলেন, ‘সাধারণ মানুষের স্বেচ্ছাশ্রমের প্রচেষ্টায় আশাকরি দুপুরে জোয়ারের আগেই কপোতাক্ষের নোনা পানি আটকাতে সক্ষম হব।’

আরও পড়ুন

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে আজ সকাল থেকেই কয়রার আকাশ মেঘাচ্ছন্ন। মধ্যরাত থেকেই অব্যাহত ঝরছে বৃষ্টি, বেড়েছে বাতাসের গতিবেগ। স্বাভাবিক জোয়ারের চেয়ে  নদীর পানি কিছুটা বৃদ্ধি পাওয়ায় এবং বেড়িবাঁধের ১২ কিলোমিটার জায়গা ঝুঁকিপূর্ণ থাকায় আতঙ্কে আছেন উপকূলীয় এ এলাকার বাসিন্দারা।

আজ সকালে কয়রার কপোতাক্ষ নদের পাড়ের সোনাপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, গ্রামটির বহু মানুষ উৎকণ্ঠা নিয়ে বেড়িবাঁধের রাস্তায় ওপর দাঁড়িয়ে আছেন। তাঁদের আশঙ্কা, ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানলে গ্রামের সামনের ছোট্ট বেড়িবাঁধটি ভেঙে যাবে। এতে লোনা পানিতে পুরো এলাকা ভেসে যাবে। এ সময় দেখা যায় অনেকে দড়ি দিয়ে শক্ত করে ঘরবাড়ি বেঁধে রাখার চেষ্টা করছেন। অনেকে গরু-ছাগল নিয়ে নিরাপদ জায়গায় চলে যাচ্ছেন।

সোনাপাড়া এলাকার ষাটোর্ধ্ব বয়সের বৃদ্ধ আবদুল হাকিম শেখ বলেন, ‘চরম আতঙ্কের মধ্যে আছি। সত্যি সত্যি যদি ঘূর্ণিঝড় আঘাত হানে, তবে পুরো এলাকা লবণপানিতে ভেসে যাবে। তলিয়ে যাবে মাছের ঘের।’

ভাঙনের ঝুঁকিতে যেসব এলাকার বাঁধ

কয়রা উপজেলাটি খুলনা শহর থেকে সড়ক পথে ১০০ কিলোমিটার দক্ষিণে। ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস হলেই যে কয়টা জনপদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, এর মধ্যে কয়রা অন্যতম। এর আগে ভয়াবহ ঘূর্ণিঝড় আইলায় সর্বস্ব হারানো অনেকেই এখনো খুঁজে ফিরছেন স্থায়ী নিবাস। আবার অনেকেই আবাস হিসেবে বেছে নিয়েছে বেড়িবাঁধের কিনারাকে। সেগুলোর অবস্থাও এখন নাজুক।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, কয়রা উপজেলায় পাউবোর ১৫৪ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ২১ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ এবং ১২ কিলোমিটার বেড়িবাঁধ অধিক ঝুঁকিপূর্ণ। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বাড়লে এ সব বেড়িবাঁধ ভেঙে এলাকায় লবণাক্ত পানি প্রবেশ করতে পারে।

আরও পড়ুন

অধিক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো হচ্ছে মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া, লোকা, গোবিন্দপুর, মঠবাড়ী ও পবনা। কয়রা সদর ইউনিয়নের অধিক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো হচ্ছে মদিনাবাদ লঞ্চঘাট, হরিণখোলা, ঘাটাখালী, ৪ নং কয়রা ও ৫ নং কয়রা বাল্লক সরদারের বাড়িসংলগ্ন এলাকা। মহেশ্বরীপুর ইউনিয়নের অধিক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সাতানী, দক্ষিণ ভাগবা ও হড্ডা ফুলতলা। উত্তর বেদকাশী ইউনিয়নের কাঠকাটা, কাটমারচর, হাজতখালী, হরিহরপুর ও গাতীরঘেরী। দক্ষিণ বেদকাশী ইউনিয়নের অধিক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ চরামুখা, গোলখালী, বীনাপানি, জোড়শিং ও আংটিহারা।

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত ১১৬ আশ্রয়কেন্দ্র

কয়রা আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুল বান্না প্রথম আলোকে বলেন, ‘সাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। এটি আরও শক্তিশালী হলে উপকূলীয় এলাকাজুড়ে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কয়রায় প্রস্তুত রাখা হয়েছে ১১৬টি আশ্রয়কেন্দ্রসহ স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম। ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি সভাও করেছে উপজেলা প্রশাসন।

ঝড়ের চেয়ে আমাদের সবচেয়ে বড় ভয় বেড়িবাঁধ নিয়ে। আগে থেকে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ কোনোরকমে টিকে আছে। নদীর পানি বাড়লেই বিভিন্ন অংশে ভাঙন তৈরি হতে পারে। সরকার নতুন করে এখানে টেকসই বাঁধ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দিলেও কাজ শুরু হয়নি।
এসএম শফিকুল ইসলাম বলেন, চেয়ারম্যান, কয়রা উপজেলা পরিষদ, খুলনা

কয়রা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকুনুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘সিত্রাংয়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। উপজেলা প্রশাসন ও সিপিপিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকেরা ঘূর্ণিঝড়ের বিষয়ে সতর্কতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে। ১২টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। কয়রা উপজেলাজুড়ে ১১৬টি আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন বিদ্যালয় ভবন, পাকা ও নিরাপদ স্থাপনা প্রস্তুত রাখা হয়েছে আশ্রয়ের জন্য। পাশাপাশি ৭টি ইউনিয়নের চেয়ারম্যান ও থানা-পুলিশদের নিয়ে আলাদা টিম গঠন করা হয়েছে। নিরাপদ পানি ও খাদ্য মজুত করা হয়েছে। মানুষজন আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। হরিণখোলা এলাকার বেড়িবাঁধ সংস্কারে কাজ করছে স্থানীয় মানুষ।’

তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদীর জোয়ারের পানি বাড়ার পাশাপাশি সকাল থেকে টানা বৃষ্টি হওয়ায় উপকূলীয় এলাকার মানুষ পড়েছে ভোগান্তির মধ্যে। বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ।

সুন্দরবনসংলগ্ন দক্ষিণ বেদকাশী ইউনিয়নের বাসিন্দা মাসুদুর রহমান বলেন, ‘সকাল থেকে কয়রায় টানা বৃষ্টি হচ্ছে। বিভিন্ন খবরে জানতে পারলাম সিত্রাং নামের একটি ঝড় আসছে। ইউনিয়ন পরিষদ থেকে সাইক্লোন শেল্টারে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে।’

আরও পড়ুন

‘ঝড়ের চেয়ে আমাদের বড় ভয় বেড়িবাঁধ নিয়ে’

কয়রার ঘাটাখালী এলাকার বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, কয়রা সদর ইউনিয়নের ঘাটাখালী এলাকায় যে বেড়িবাঁধটি বর্তমানে কোনোমতে এলাকার মানুষকে জোয়ারের পানি থেকে বাঁচিয়ে রেখেছে, এটি পাঁচ নম্বর বাঁধ। এর আগেও চারটি বেড়িবাঁধ ধসে গেছে। প্রথমবার বাঁধ ভেঙে যাওয়ার পর আর কখনোই শক্ত করে বাঁধ তৈরি হয়নি। ফলে বারবার ভাঙছে। কয়রা সদরসহ পার্শ্ববর্তী দুই ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ এই বাঁধ ভাঙলে বিপদে পড়বেন।

কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি বিদেশ রঞ্জন মৃধা বলেন, ‘টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি আমাদের বহুদিনের। ঘূর্ণিঝড় আইলার পর থেকেই এ দাবিতে আমরা সোচ্চার ছিলাম। কিন্তু বেড়িবাঁধ নির্মাণের নামে আমাদের সঙ্গে ছলনা করা হচ্ছে। আশ্বাসে আশ্বাসেই পার হয়েছে এক যুগ।’

আরও পড়ুন

কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম বলেন, ‘ঝড়ের চেয়ে আমাদের সবচেয়ে বড় ভয় বেড়িবাঁধ নিয়ে। আগে থেকে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ কোনোরকমে টিকে আছে। নদীর পানি বাড়লেই বিভিন্ন অংশে ভাঙন তৈরি হতে পারে। সরকার নতুন করে এখানে টেকসই বাঁধ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দিলেও কাজ শুরু হয়নি।’

নদী ভাঙনের শঙ্কা আর ঘূর্ণিঝড় সিত্রাং এর তাণ্ডবের ব্যাপারে এবার আগে ভাগেই নড়েচড়ে বসেছে কয়রা উপজেলা প্রশাসন।

কয়রার দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. ইমরুল কায়েস বলেন, ‘ক্ষয়ক্ষতি এড়ানোয় প্রধান চ্যালেঞ্জ এখন লোকজনকে আশ্রয়কেন্দ্রে নেওয়া। কিন্তু ভিটেবাড়ি রেখে আশ্রয়কেন্দ্রে অনেকেই যেতে চাচ্ছেন না। এ জন্য উপজেলা প্রশাসন, পুলিশ এবং স্বেচ্ছাসেবকেরা চেষ্টা করে যাচ্ছেন।’