লক্ষ্মীপুরে বসতঘরে আগুনের ঘটনায় মেয়ের পর চলে গেলেন মা

জোসনা বেগম অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল বিকেলে মারা যান
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলায় বসতঘরে অগ্নিকাণ্ডে আনিকা আক্তার (১৮) নামের এক তরুণী পুড়ে মারা যাওয়ার আট দিন পর তাঁর দগ্ধ মা জোসনা বেগমও (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে তাঁর ছেলে রোকন মাহমুদও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জোসনা বেগমের লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়। এর আগে গতকাল দিবাগত রাত একটার দিকে তাঁর মরদেহ বাড়িতে আনা হয়। নিহত জোসনা বেগম সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব মাগুরী গ্রামের সৌদিপ্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী।

সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, চিকিৎসাধীন অবস্থায় জোছনা বেগম মারা গেছেন। রাতে তাঁর মরদেহ বাড়িতে আনা হয়েছে। তাঁর ছেলে রুপম চিকিৎসাধীন।

আরও পড়ুন

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১১ অক্টোবর দিবাগত রাত একটার দিকে হঠাৎ করে জোসনা বেগমের ঘরে আগুন লাগে। এ সময় তিনি, মেয়ে আনিকা আক্তার ও শিশুপুত্র রুপম ঘুমাচ্ছিল। আগুন লাগার পর জোসনা ও রুপম টের পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন এসে আগুন নেভান। কিন্তু ততক্ষণে পুড়ে কঙ্কাল হয়ে যায় আনিকা। আর দগ্ধ হন জোসনা ও রুপম।

এদিকে কেউ তাঁদের ঘরে আগুন লাগিয়েছে সন্দেহে এ ঘটনায় প্রবাসী আনোয়ার হোসেনের ভাই মো. বাচ্চু অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা দত্তপাড়া তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন বলেন, ঘটনাটি নাশকতা কি না, তা নিয়ে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তাঁদের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। আবেদনটি শুনানির অপেক্ষায় আছে।