চুয়াডাঙ্গায় আদালত চত্বরে পুলিশ বেষ্টনীর মধ্য থেকে হাতকড়া খুলে হাজতি আজিজুল শেখ পালানোর ঘটনায় আদালত তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। এ ঘটনার তদন্তে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন আজ রোববার রাত আটটায় প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলেও জানান তিনি।
পুলিশ লাইনসে প্রত্যাহার করে নেওয়া তিন পুলিশ সদস্য হলেন সহকারী শহর উপপরিদর্শক (এটিএসআই) মো. আনোয়ার হোসেন, কনস্টেবল মো. মিলন হোসেন ও মোছা. বেনজির নাহার। তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক। সদস্য হিসেবে আছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) আলমগীর কবীর ও রিজার্ভ অফিসের পরিদর্শক আবদুল বারেক।
আজ রোববার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা আদালত চত্বরে পুলিশ বেষ্টনীর মধ্য থেকে হাতকড়া খুলে পালিয়ে যান আজিজুল শেখ নামের এক ব্যক্তি। তিনি দামুড়হুদা থানার একটি ডাকাতি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। রোববার রাত সোয়া আটটা পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।