আওয়ামী লীগ এখন আজিজ আর বেনজীরের আওয়ামী লীগ: মির্জা ফখরুল

মানিকগঞ্জে ঢাকা বিভাগ বিএনপি আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যায় জেলা সদরের গিলন্ড গ্রামে মুন্নু সিটিতে
ছবি: প্রথম আলো

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এখন আর আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ এখন আজিজ (সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ) আর বেনজীরের (পুলিশের সাবেক মহাপরিদর্শক) আওয়ামী লীগ। এখন আর আওয়ামী লীগ কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। তারা চরমভাবে দুর্নীতিগ্রস্ত ও দেউলিয়া হয়ে গেছে। তাই আওয়ামী লীগ সম্পূর্ণ দুর্নীতিবাজ আমলাদের সঙ্গে আঁতাত করে টিকে আছে।

আরও পড়ুন

আজ মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলা গিলন্ড গ্রামে মুন্নু সিটিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিভাগ বিএনপি ‘গণতন্ত্র উত্তরণ, মতপ্রকাশ, সংবাদপত্রের স্বাধীনতা ও খাল খনন কর্মসূচি: জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।

বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. জামাল উদ্দিন। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী। আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক তাজমেরী ইসলাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন আহমেদ, সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান।

আরও পড়ুন

মির্জা ফখরুল ইসলাম বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের ভয়াবহ দুঃশাসনের কারণে বাংলাদেশের মানুষের স্বাধীনতার যে চেতনা, তা ভূলুণ্ঠিত হয়েছিল। গণতন্ত্র কাঠামোতে স্বাধীন একটি দেশ তৈরি হবে, সেই বিষয়টি ভুলে গিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার আকণ্ঠ নিমজ্জিত হয়েছিল দুর্নীতিতে। একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে গিয়ে তাদের সৃষ্ট সংবিধান কাটাছেঁড়া করেছে। তারা সেখানে জরুরি অবস্থার আগেই বিশেষ ক্ষমতা আইন নিয়ে এসেছিল। সবশেষে তারা একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিল। জিয়াউর রহমান বাকশাল বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। জিয়াউর রহমান ও বিএনপির রাজনীতি এই দেশের মানুষের জন্য রাজনীতি। এ কারণে এই দেশের মানুষ কখনোই জিয়াউর রহমান ও বিএনপিকে ভুলবে না।

আরও পড়ুন

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ আজ ফ্যাসিবাদের কবলে পড়েছে। যারা আজ বাংলাদেশকে শাসন করছে, তাদের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে মেগা প্রকল্প তৈরি করে মেগা দুর্নীতি করে চলেছে। আওয়ামী লীগ বেনজীর আর আজিজের জন্ম দিয়েছে। দেশের অর্থনীতি দ্রুতগতিতে রসাতলে যাচ্ছে। এ কারণে তাদের পাতানো নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছেন। চীনের সহায়তায় দেশে যেসব বড় বড় মেগা প্রকল্পের জন্য টাকা আনা হচ্ছে, সেখানে ৫ শতাংশ কমিশন বাগিয়ে নিচ্ছে। এ ছাড়া টেন্ডার প্রক্রিয়াতেও আরও ৫ শতাংশ টাকা কমিশন নিচ্ছে তারা।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি অনেক ত্যাগ স্বীকার করেছে। ইতিমধ্যে দলের ২২ জন নেতা-কর্মী প্রাণ দিয়েছেন। এ ছাড়া ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে এই জুলুমবাজ সরকার।

আরও পড়ুন