পাথরঘাটায় চেয়ারম্যান প্রার্থী এনামুলকে ইসিতে তলব

চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসাইনছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসাইনকে (দোয়াত–কলম প্রতীক) ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে (ইসি) তলব করা হয়েছে। নির্বাচনে অর্থ বিতরণের ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ওই প্রার্থীকে তলব করা হয়। গতকাল শুক্রবার নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এনামুল হোসাইন (দোয়াত–কলম) বরগুনা জেলা পরিষদের বর্তমান সদস্য, পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়ীয়া গ্রামের বাসিন্দা।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে ২৯ মে পাথরঘাটা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসাইন তাঁর কর্মী-সমর্থকদের অর্থ বিতরণ করে আচরণবিধি লঙ্ঘন করেন; যা একটি ভিডিও ফুটেছে দেখা গেছে। এতে উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬–এর বিধি ৭–এর (খ), (গ), (ঘ) ও ১১ (২) এবং ২১–এর (১) লঙ্ঘন হওয়ায় ওই পদে তাঁর প্রার্থিতা কেন বাতিল এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, এ বিষয়ে জবাব চাওয়া হয়েছে। এ জন্য ২৭ মে সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে তাঁকে ব্যাখ্যা দিতে হবে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল আঞ্চলিক অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার আজ শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ঘটনার সত্যতা প্রমাণিত হলে প্রার্থীকে সতর্কতা বা প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেওয়া হতে পারে।

পাথরঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় জানায়, দোয়াত-কলম প্রতীকের এনামুল হোসাইন ছাড়াও নির্বাচনে চেয়ারম্যান পদে আরও ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন পাথরঘাটা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কবির (কাপ-পিরিচ), একই উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ওরফে রিপন মোল্লা (আনারস), কালমেঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর আফরোজা হেপী (মোটরসাইকেল), কালমেঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সদস্য আকন মো. সহিদ (চিংড়ি মাছ), পাথরঘাটা উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান (ঘোড়া) ও পাথরঘাটা উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন (হেলিকপ্টার)।

আরও পড়ুন