নৌকার প্রার্থীর কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের বিক্ষোভ। গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায়
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থীর ক্যাম্প ভাঙচুর ও নেতা-কর্মীদের বিএনপির মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল থেকে বের হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

এর আগে গতকাল বিকেলে বিএনপির পদযাত্রা থেকে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়। এরপর এক কিলোমিটারের মতো দূরে অবস্থিত বিএনপির কার্যালয়ে গিয়ে পাল্টা হামলা ও ভাঙচুর চালান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

আরও পড়ুন

এ ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করা অংশটি শাখা ছাত্রলীগের উপপক্ষ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) হিসেবে পরিচিত। এই উপপক্ষের নেতা-কর্মীরা মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচয় দেন।

রাত পৌনে ১২টায় জিরো পয়েন্ট এলাকায় সরেজমিনে দেখা যায়, ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে বিএনপির উদ্দেশে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

সিএফসির নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মির্জা খবির। তিনি বলেন, পদযাত্রার নামে চট্টগ্রামে অগ্নিসংযোগ ও নৌকার প্রার্থীর কার্যালয় ভাঙচুর, গাড়ি ভাঙচুরে জড়িত সবাইকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলারও বিচার করতে হবে। অন্যথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে।