ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর কমিটি পুনর্বিবেচনার দাবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন। সোমবার রাতে ময়মনসিংহ প্রেসক্লাবে
ছবি: প্রথম আলো

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত জেলা ও মহানগর আহ্বায়ক কমিটি পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে কাঙ্ক্ষিত পদ না পাওয়া একটি পক্ষ। আজ সোমবার রাত সাড়ে সাতটার দিকে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানায়। আগামীকাল মঙ্গলবার বিকেলে পক্ষটি কমিটি পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে।

লিখিত বক্তব্যে বলা হয়, ‘অভ্যুত্থান–পরবর্তী সময়ে কারা অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে কাজ করছে এবং কে কে অভ্যুত্থানের চেতনাবিরোধী কাজ করেছে, নবগঠিত কমিটিতে তার প্রতিফলন হয়নি। গতকাল রোববার ঢাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা ও মহানগরের কমিটি প্রকাশ করা হয়েছে। আমরা দেখেছি, এই শহরে যাঁরা আন্দোলনের নেতৃত্বে দিয়েছেন, তাঁরা আজকের কমিটিতে সর্বোচ্চ উপেক্ষিত। ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি প্রকাশ হওয়ার আগে একাধিকবার ফোনে ও সশরীর ১১ জানুয়ারি কেন্দ্রীয় প্রতিনিধির টিম লিডার লুৎফর রহমান ও টিমের অন্য প্রতিনিধিদের ময়মনসিংহের সার্বিক পরিস্থিতি জানানো হয়েছিল। কমিটিতে এমন লোকেরা পদ পেয়েছেন, যাঁরা ৫ আগস্টের পরে জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ না করে বিভিন্ন অপকর্মে, যেমন বিআরটিসি অফিসে হামলা, আওয়ামী দোসরদের থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অপচেষ্টা, ইউএনও অফিসে চাঁদাবাজি, ডিআইজি অফিসে হামলা, খুনের আসামিকে ছাড়ানোর জন্য মধ্যরাতে বিভাগীয় কমিশনারকে ফোন দিয়ে সুপারিশ, নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসনের মাধ্যমে শহরে দুটি মারামারির ঘটনা ঘটিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে থানায় দুটি অভিযোগ করা হয়েছে। এ অভিযোগগুলো জানানোর পরও প্রতিনিধি টিম লিডার তাঁদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে উল্টো তাঁদের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেছেন। কমিটিতে বিভিন্ন সংগঠনের পদধারী ছাত্রনেতাদের বিনা অনুমতিতে পদায়ন করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিবের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। তাঁরা বিষয়টি পুনর্বিবেচনায় নেবেন। কারণ, এ রকম বিতর্কিত লোকদের সঙ্গে আমাদের কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয়।’

লিখিত বক্তব্য পাঠ করেন নবগঠিত জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব ওমর ফারুক। আরও বক্তব্য দেন ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান ও যুগ্ম সদস্যসচিব ফুয়াদ খান।

আশিকুর রহমান বলেন, বিতর্কিত কমিটির বাতিলের দাবিতে আগামীকাল বিকেল চারটায় নগরের টাউন হল মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। বিতর্কিত কমিটি থেকে অনেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।