রাতে পুঠিয়ায় ট্রাকে আগুন

রাজশাহী জেলার মানচিত্র

বিএনপির ডাকা অষ্টম দফা কর্মসূচির প্রথম দিন বুধবার রাতে রাজশাহীর পুঠিয়ায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশিদ বিন ফারুক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাকটি রাস্তায় থেমেছিল। পুঠিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভায়।

এর আগে বুধবার সন্ধ্যার পর রাজধানীর সায়েদাবাদে মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের নিচে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায়ও কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উড়ালসড়কের নিচে ওই যাত্রাবাহী বাসে আগুন দেওয়া হয়েছিল। এ সময় যাত্রীরা বাস থেকে নিরাপদে নেমে যেতে সক্ষম হয়। পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভায়।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো খুদে বার্তায় জানানো হয়, বাসটি রাইদা পরিবহনের। রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।