সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে পোস্ট, লোহাগাড়ায় ছাত্রলীগের আরও ৬ নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম জেলার মানচিত্র
প্রতীকী ছবি

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের ছয় নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের স্থায়ী বহিষ্কারের জন্য উপজেলা ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হামেদ হুসাইন মেহেদী ও সাধারণ সম্পাদক রেমি হাসান ইমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের নীতিবিরোধী কার্যক্রমে জড়িত থাকায় ছয় নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া ছয় নেতা হলেন বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. ইরফান, সাংগঠনিক সম্পাদক মো. বাইজিদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইমন চৌধুরী, আইনবিষয়ক সম্পাদক শাহরিয়া আলম, উপক্রীড়া সম্পাদক মো. কায়েস ও উপদপ্তর সম্পাদক মো. ইরফান।

এর আগে গত মঙ্গলবার রাতে আধুনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইমুন ইসলাম ও সাধারণ সম্পাদক মো. জুনাইদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চার নেতাকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পাওয়া চার নেতা হলেন আধুনগর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. জিসান, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রাকিবুল হোসেন এবং উপত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হেফাজ উদ্দিন।

বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হামেদ হুসাইন ও আধুনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইমুন ইসলাম প্রথম আলোকে বলেন, অব্যাহতির পর থেকে তাঁদের কোনো কর্মকাণ্ডের দায়ভার ছাত্রলীগ বহন করবে না।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের একাধিক নেতা জানান, জামায়াত নেতা সাঈদীর মৃত্যুতে সমবেদনা, ওয়াজের প্রশংসা ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করে ওই ১০ নেতা ফেসবুকে পোস্ট দিয়েছেন। তাই তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। অবশ্য পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পরে অনেকে তা মুছে দেন।

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ বলেন, সংগঠনের নীতি-আদর্শ ও সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িত ইউনিয়ন ছাত্রলীগের ১০ নেতাকে স্থায়ী বহিষ্কারের জন্য লিখিত সুপারিশ পেয়েছি। বিষয়টি তদন্ত করে সিদ্ধান্ত নেবে উপজেলা ছাত্রলীগ।

আরও পড়ুন