আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীকে সমর্থনকারী ভোটারকে অপহরণের অভিযোগ

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া ফিরোজুর রহমানের সমর্থনকারী ভোটারের স্বাক্ষরপত্রে সই করা মীর বাইজিদ হোসাইন নামের এক ভোটারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা ওই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ব্যক্তিগত সহকারী (এপিএস) আবু মুসা আনসারী ওই ভোটারকে তুলে নিয়ে গেছেন বলে ওই প্রার্থী লিখিত অভিযোগে উল্লেখ করেন। এর আগে গত বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শাহপুর ওয়ার্ডের হালকাটা এলাকায় ফিরোজুরের সমর্থনকারী ভোটারদের শতকরা ১ ভাগ ভোটার তালিকার প্রায় আড়াই শ স্বাক্ষরপত্র মুসা আনসারীর লোকজন ছিনিয়ে নেন বলে অভিযোগ করেছিলেন তিনি।

ফিরোজুর রহমান সদর উপজেলার বাসিন্দা। তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সম্প্রতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন পাননি।

লিখিত অভিযোগে ফিরোজুর রহমান উল্লেখ করেন, তাঁর সমর্থনকারী শতকরা এক ভাগ ভোটার তালিকায় সুলতানপুর ইউনিয়নের টানচর গ্রামের বাসিন্দা মীর বাইজিদ হোসাইন স্বাক্ষর করেছেন। গত বৃহস্পতিবার বিকেলে বাইজিদের স্বজনেরা তাঁরা বাড়িতে কান্নাকাটি করে জানান, বাইজিদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোন করলে মুসা আনসারীর সঙ্গে আছেন বলে জানান বাইজিদ। স্বজনেরা আবার জানান, বাইজিদ সদর উপজেলার চিনাইর গ্রামে আছেন। ফিরোজুরের আশঙ্কা, বাইজিদকে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে। যাচাই-বাছাইয়ের সময় বাইজিদকে পাওয়া না গেলে তাঁর প্রার্থিতা বাতিল হবে। এসব কর্মকাণ্ডে তাঁর নেতা-কর্মীরা ভীতসন্ত্রস্ত। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে অনুরোধ করেন ফিরোজুর।

আজ বিকেলে নিজের ফেসবুক লাইভে এসেও একই অভিযোগ করেন ফিরোজুর রহমান। ফেসবুক লাইভে তিনি বলেন, ‘শুক্রবার আমার সমর্থনকারী ভোটার তালিকার ১০ জন ভোটারের তদন্ত করবে সরকারি লোকেরা। আমি প্রার্থী হয়ে সেটি জানি না। কিন্তু মুসা সাব কোথা থেকে নামগুলো পেল। যতক্ষণ আমার প্রাণ আছে, ততক্ষণ আমি আইনের মাধ্যমে বিষয়টি দেখব।’

যোগাযোগ করা হলে মীর বাইজিদ হোসাইন বলেন, ‘আমি খুব ঝামেলার মধ্যে আছি। এলাকায় আসতেছি। আপনার সঙ্গে পরে কথা বলব। আমাকে আর ফোন দিয়েন না।’
ফিরোজুর রহমান প্রথম আলোকে বলেন, শুক্রবার বাইজিদকে পাওয়া যাচ্ছে না বলে শোনেন। পরে রাতে পুলিশের লোকজন তাঁকে বাড়িতে দিয়ে যায়। রাতেই আবার তাঁকে বাড়ি থেকে মুসা আনসারীর লোকজন ঢাকায় নিয়ে যান। শুনেছেন আজকের (শনিবার) মধ্যে তাঁকে বাড়িতে হাজির করবেন তাঁরা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাইজিদ স্বাক্ষর করেছে। এখন তাকে বন্দী করে ইউএনও অফিসে এনে দরজা বন্ধ করে যদি কথা বলে, তাহলে বিষয়টি আপনারাই বুঝে নেন। আমি আর কী বলব। সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানিয়েও কাজ হচ্ছে না।’

আরও পড়ুন

সংসদ সদস্যের এপিএস আবু মুসা আনসারী প্রথম আলোকে বলেন, ফিরোজুর রহমান একেক সময় একেক কথা বলেন। ওই দিন বললেন অবুঝ নামের এক ছেলে তাঁর ভোটারের স্বাক্ষরপত্র নিয়ে গেছেন। অথচ ওই যুবক দিনভর তাঁর সঙ্গে আদালতে ছিলেন। তিনি নির্বাচন কমিশন নিয়ে আজেবাজে কথা বলেন। সংসদ সদস্যের সঙ্গে থাকেন বলে তাঁর (মুসা) বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখ বলেন, ওই ভোটার বাইজিদকে শুক্রবার সকাল থেকে বিভিন্ন মাধ্যমে তাঁরা খোঁজ করছিলেন। বিকেলে বাইজিদ নিজেই সশরীর কার্যালয়ে এসে একটি লিখিত আবেদন করে বলেন, স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমানের সমর্থনকারী ভোটারের স্বাক্ষরপত্রে তিনি স্বাক্ষর করেননি। তদন্তে সমর্থনকারী ভোটার তালিকার স্বাক্ষরপত্রের স্বাক্ষরের সঙ্গে বাইজিদের স্বাক্ষরের কোনো মিল পাওয়া যায়নি। রাতেই পুলিশ পাহারায় তাঁকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।