ঈশ্বরদীতে থেমে থাকা ট্রেনে আগুন, পুড়ে গেছে কয়েকটি আসন

আগুনে পুড়ে যাওয়া ট্রেনের আসন
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে থেমে থাকা একটি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনটির কয়েকটি আসন পুড়ে গেছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা সদরের ফতেমোহাম্মদপুর ধোলাইখাল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটের ঢাকা মেইল নামের ট্রেনটি পরিচ্ছন্নতার জন্য রাত আটটার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনের পাশে ফতেমোহাম্মদপুর এলাকায় অবস্থান করছিল।

রাত সাড়ে আটটার দিকে হঠাৎ করেই থেমে থাকা ট্রেনটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে ট্রেনের কয়েকটি আসনে আগুন ধরে যায়। বিষয়টি টের পেয়ে রেল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দিলে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

খবর পেয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ঘটনাস্থলে পৌঁছান। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, হঠাৎ করেই দুর্বৃত্তরা ট্রেনটিতে আগুন দিয়েছিল। তবে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনটির কয়েকটি আসন পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। রেলের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন