আ.লীগের একমাত্র নারী প্রার্থী সালমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

সালমা রহমান
ছবি: সংগৃহীত

পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমা রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় সালমা রহমানকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, সালমা রহমানের প্রতিদ্বন্দ্বী চার প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

সালমা রহমান জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মধ্যে একমাত্র নারী প্রার্থী। তিনি পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমানের স্ত্রী এবং জাতীয় মহিলা পরিষদের জেলার সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সদস্য।

দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৬ সালের ২৮ জানুয়ারি অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন পাননি। তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সভানেত্রীর উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, বিরোধী দল যেহেতু নির্বাচনে অংশ নেয়নি, সব প্রার্থীই দলের। সুতরাং নির্বাচন উন্মুক্ত থাকবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘোষণার পর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হয়েছিলেন।

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ সংবাদ সম্মেলন করে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। রোববার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে
ছবি: প্রথম আলো

মহিউদ্দিন মহারাজ বলেন, ‘এবারের নির্বাচনে দল যেহেতু প্রার্থী উন্মুক্ত করার ঘোষণা দেয়নি, তাই দলের সভানেত্রীর প্রতি আস্থা রেখে দলীয় প্রার্থী সালমা রহমানের প্রতি সমর্থন দিয়ে আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম। আশা করি দল ভবিষ্যতে আমার এই ত্যাগ মূল্যায়ন করবে।’

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, সহসভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সালমা রহমান উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে মহিউদ্দিন মহারাজের বৈঠক হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের উপস্থিতিতে সেখানে মহিউদ্দিন মহারাজের প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ দুপুরে চার স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ, হাসিনা মনি, আমির হোসেন ও আবদুল্লাহ আল মাসুদ তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে একজন চেয়ারম্যান, সাত উপজেলায় সাতজন সাধারণ সদস্য ও তিনজন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হবেন। জেলায় মোট ভোটার ৭৪৭ জন।