মানিকগঞ্জে শ্রদ্ধা আর ভালোবাসায় তারেক মাসুদ ও মিশুক মুনীরকে স্মরণ

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত খ্যাতিমান চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। রোববার দুপুরে ঘিওর উপজেলার জোকা এলাকায়
ছবি: প্রথম আলো

খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। মানিকগঞ্জে তাঁদের মাইক্রোবাসটি যেখানে দুর্ঘটনার শিকার হয়েছিল, সেখানে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে। এ সময় বক্তারা রেললাইন স্থাপন ও নিহত ব্যক্তিদের পরিবারের করা ক্ষতিপূরণের মামলার চূড়ান্ত নিষ্পত্তিরও দাবি জানান।

আজ রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় দুর্ঘটনাস্থলে মানিকগঞ্জ প্রেসক্লাব, তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদ, ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া রেললাইন বাস্তবায়ন আন্দোলন কমিটি, বেসরকারি গবেষণামূলক প্রতিষ্ঠান বারসিকসহ বেশ কয়েকটি সংগঠন যৌথভাবে এসব কর্মসূচি পালন করে। সংগঠনগুলোর সদস্যরা দুর্ঘটনাস্থলে তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রামে ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের শুটিং স্পট দেখে ঢাকায় ফিরছিলেন তারেক মাসুদ, মিশুক মুনীরসহ তাঁদের সহকর্মীরা। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওরের জোকা এলাকায় তাঁদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা বিপরীতমুখী ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন ঘটনাস্থলে নিহত হন।

আজ মানববন্ধনে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী। বক্তব্য দেন মানিকগঞ্জ বারের আইনজীবী দীপক কুমার ঘোষ, বারসিকের জেলা সমন্বয়কারী বিমল রায়, তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক রিপন আনসারী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি গাজী ওয়াজেদ আলম প্রমুখ। আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি শাহজাহান বিশ্বাস, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার, রেইনবো থিয়েটারের পরিচালক গিনি আলম, তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদের সভাপতি রুহিদাস চক্রবর্তী প্রমুখ।

আরও পড়ুন

বিপ্লব চক্রবর্তী বলেন, দেশের খ্যাতিমান চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের দুর্ঘটনাস্থলে তাঁদের স্মৃতি রক্ষায় ভাস্কর্য নির্মাণের দাবি জানিয়ে এলেও দীর্ঘ এক যুগেও তা হয়নি। বক্তারা ভাস্কর্য নির্মাণের পাশাপাশি ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া পথে রেললাইন স্থাপনের দাবি জানান।

দীপক কুমার ঘোষ বলেন, তারেক মাসুদের পরিবারের করা ক্ষতিপূরণের মামলায় হাইকোর্ট রায় দিয়েছেন। মামলাটি এখন আপিল বিভাগের শুনানির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে মিশুক মুনীরের পরিবারের করা ক্ষতিপূরণের মামলাটি হাইকোর্টে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। এক যুগ আগে সড়ক দুর্ঘটনায় তাঁদের নিহত হওয়ার ঘটনায় ক্ষতি পূরণের পৃথক দুটি মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। তিনি দ্রুত এসব মামলা নিষ্পত্তির দাবি জানান।

আরও পড়ুন

আজ দুপুরে তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদ ও বানিয়াজুর ইউনিয়ন গণকেন্দ্র পাঠাগারের যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। পাঠাগার প্রাঙ্গণে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।