পাইকগাছায় সংসদ সদস্যের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ বন্ধ করে দিলেন ইউপি চেয়ারম্যান

খুলনার পাইকগাছার লস্কর ইউনিয়নের চৌমুহনী সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন ইউপি চেয়ারম্যান। এই সড়কের কাজ করছে সংসদ সদস্য আক্তারুজ্জামানের ঠিকাদারি প্রতিষ্ঠান
ছবি: প্রথম আলো

কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে খুলনার পাইকগাছায় একটি সড়কের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন ইউপি চেয়ারম্যান। উপজেলার লস্কর ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে চৌমুহনী বাজার পর্যন্ত দুই কিলোমিটার সড়কের নির্মাণকাজ করছে মেসার্স জামান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই ঠিকাদারি প্রতিষ্ঠানটির মালিক খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের বর্তমান সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান। তিনি এবার দলের মনোনয়ন পাননি।

পাইকগাছার লস্কর ইউপির চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান আজ বৃহস্পতিবার সকালে কাজটি বন্ধ করে দেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

আরিফুজ্জামান বলেন, ‘ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজ এমপি সাহেব নিজের ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে করাচ্ছেন। শুরু থেকেই কাজে ধীরগতি ও অনিয়মের অভিযোগ করে আসছিলেন স্থানীয় মানুষ। কিন্তু তা আমলে নেননি ঠিকাদারের লোকজন। আজ ভোরে সড়কে নিম্নমানের খোয়া ফেলা হচ্ছে, এমন খবর পেয়ে সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাই। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে কাজ বন্ধ করে দেওয়া হয়। পরে উপজেলা প্রকৌশলীকে ফোন করলে তিনি এসে সড়ক থেকে নিম্নমানের সামগ্রী অপসারণের নির্দেশ দেন।’

খবর পেয়ে কাজের সাইটে গিয়ে নিম্নমানের নির্মাণসামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কাজটি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে বলা হয়েছে।
আবদুল্লাহ আল মামুন, উপসহকারী প্রকৌশলী, পাইকগাছা

পাইকগাছা উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দুই কিলোমিটার সড়কের নির্মাণকাজ করছে মেসার্স জামান এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির মালিক স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান। ওই কাজের চুক্তিমূল্য ২ কোটি ১৫ লাখ ৩৮ হাজার টাকা। গত বছরের ৫ মে ওই প্রকল্পের কাজ শুরু হয়ে চলতি বছরের ২০ মার্চের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু গত সেপ্টেম্বর পর্যন্ত ওই কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৩০ শতাংশ। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলেও মেয়াদ বাড়ানোর জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। গত ১৮ সেপ্টেম্বর ওই কাজ কেন বাতিল করা হবে না, তা জানতে ওই ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ দেয় এলজিইডি। কিন্তু ওই নোটিশের কোনো জবাব না দিয়ে আজ কাজ শুরু করতে গেলে স্থানীয় মানুষের বাধার মুখে তা বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন

কাজটির তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে কাজের সাইটে গিয়ে নিম্নমানের নির্মাণসামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কাজটি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে বলা হয়েছে।

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান
ফাইল ছবি

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমিন বলেন, উপজেলা প্রকৌশলীকে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এ ব্যাপারে বক্তব্য জানতে সংসদ সদস্য মো. আক্তারুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।

আক্তারুজ্জামান ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন। দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন পাননি। এই আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রশীদুজ্জামান

আরও পড়ুন

এদিকে আক্তারুজ্জামানের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে নিজ সংসদীয় এলাকায় একের পর এক প্রকল্পের কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। দিনের পর দিন সেই কাজ ফেলে রাখার, নিম্নমানের কাজ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিশেষ করে তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠানের করা বেড়িবাঁধের কাজে নয়ছয়ের অভিযোগ বেশ পুরোনো। এ কারণে সাধারণ মানুষসহ দলের নেতা-কর্মীরা অনেকে ক্ষিপ্ত তাঁর ওপর। ২০২১ সালে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কয়রায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে ক্ষুব্ধ মানুষজন তাঁকে দেখে কাদা ছুড়ে ধাওয়া করেছিলেন। গত ২৩ আগস্ট শোক দিবসের এক সভায় তাঁকে অপদস্থ করেন আওয়ামী লীগের এক নেতা।

আরও পড়ুন