রাজশাহীতে বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, বইছে মৃদু তাপপ্রবাহ
রাজশাহীতে আজ বৃহস্পতিবার সর্বোচ্চ ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি চলতি বছর রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ২৬ মার্চ সর্বোচ্চ ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
রাজশাহী আবহাওয়া কর্তৃপক্ষ বলছে, রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। এটি আরও কয়েক দিন থাকার আশঙ্কা করা হচ্ছে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, রাজশাহীতে সর্বশেষ গত শুক্রবার ৩ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়। তখন তাপমাত্রা ২৫ ডিগ্রিতে নেমে আসে। পরে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে। গতকাল বুধবার রাজশাহীতে সর্বোচ্চ রেকর্ড করা হয় ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার সেটি সর্বোচ্চ ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে তাপপ্রবাহে জনমনে অস্বস্তি দেখা গেছে। বাইরে বের হওয়ার সময় অনেকেই ছাতা নিয়ে বের হচ্ছেন। শ্রমিকদের তীব্র রোদে গামছা মাথায় দিয়ে কাজ করতে দেখা গেছে।
নগরের মেহেরচন্ডী এলাকায় ভ্যানে করে তরমুজ বিক্রি করছিলেন মো. হোসেন আলী। তীব্র গরমে আজ তাঁর তরমুজ বিক্রি বেড়েছে। প্রতি কেজি তরমুজ তিনি ২০ টাকা দরে বিক্রি করছেন। হোসেন আলী প্রথম আলোকে বলেন, রোদ ওঠায় তরমুজ বিক্রি বেড়েছে। এমন রোদ থাকলে তরমুজের বিক্রি আরও বাড়বে। তবে এমন অবস্থায় মানুষের বাইরে বের হওয়াও কঠিন হয়ে পড়বে বলে তিনি মনে করেন।
নগরের অলকার মোড় এলাকায় দেখা গেল, রিকশাচালক আমজাদ হোসেন রিকশায় ছাতা বেঁধেছেন। তিনি বলেন, দুই দিন ধরে প্রচুর রোদ। রোদ থেকে একটু রেহাই পেতে রিকশায় ছাতা বেঁধে নিয়েছেন।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, রাজশাহীতে আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহীর ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বইছে। এটি আরও দু-এক দিন অব্যাহত থাকবে।