২৪ ঘণ্টা পরও শনাক্ত হননি সেই ট্রাকের চালক ও মালিক

সড়কে জন্ম নেওয়া নবজাতক। রোববার ময়মনসিংহ নগরের চরপাড়া এলাকার লাবীব হাসপাতালে
ছবি: আনোয়ার হোসেন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত ও সড়কে নবজাতক ভূমিষ্ঠ হওয়ার ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও শনাক্ত হননি ট্রাকচালক ও মালিক। ঘটনার পর ট্রাকচালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এরপর পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

আজ রোববার বিকেলে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ট্রাকটিতে আম ছিল। ট্রাকটির চালক দুর্ঘটনার সঙ্গে সঙ্গে পালিয়ে যান। আমরা ট্রাকটির চালক ও মালিককে খুঁজে বের করতে কাজ করছি। আজ রোববার এ ব্যাপারে একটি মামলা হবে। বিআরটিএর সহযোগিতায় ট্রাকের চালক ও মালিককে শনাক্ত করা হবে। এ ব্যাপারে দ্রুত বিআরটিএতে একটি আবেদন করা হবে।’

গতকাল শনিবার বিকেলে ত্রিশাল উপজেলায় কোর্ট ভবন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকের চাপায় মারা যান রায়মনি গ্রামের জাহাঙ্গীর আলম (৪২), তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা রত্না বেগম (৩২), ছয় বছরের মেয়ে সানজিদা। ঘটনার সময় ওই নবজাতকের জন্ম হয়।

আজ রোববার সকালে ত্রিশাল উপজেলার কোর্ট ভবন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গিয়ে কৌতূহলী মানুষের আনাগোনা দেখা যায়। সেখানে মহাসড়কটির বিভাজক একাধিক স্থানে কাটা। কাটা স্থান দিয়ে মানুষ অবাধে চলাচল করছেন। সেখানে উল্টো পথে রিকশা, ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেল। এ সময় মো. আল আমিন নামের ট্রাকচালকের সহকারী বলেন, ট্রাকটি দ্রুতগামী ছিল। যে কারণে দুর্ঘটনাটি ঘটে। এলাকাটি ত্রিশাল পৌর শহরের ভেতরে অবস্থিত। চালকের উচিত ছিল গতি নিয়ন্ত্রণে রাখা।

আরও পড়ুন
আরও পড়ুন