চট্টগ্রামে চিনি কলে আগুন ৯ ঘণ্টায়ও পুরোপুরি নেভেনি

কারখানায় জ্বলছে আগুন। নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরাছবি: প্রথম আলো

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় এস আলম গ্রুপের চিনিকলে লাগা ভয়াবহ অগুন নিয়ন্ত্রণে এলেও রাত ১টা পর্যন্ত তা পুরোপুরি নেভেনি। সোমবার বিকেল ৪টার কিছু আগে এই আগুনের সূত্রপাত হয়।

কর্ণফুলী থানা এলাকায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে প্রতিষ্ঠানটির গুদামে এই আগুন লাগে। এতে কয়েক হাজার টন অপরিশোধিত চিনি পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৪টা দল কাজ করছে। পাশাপাশি নৌ, বিমান ও সেনাবাহিনীর দল অংশ নিয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, সোমবার বিকেল ৩টা ৫৫ মিনিটে তারা এস আলমের চিনির কারখানায় আগুন লাগার সংবাদ পায়। এরপর প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ শুরু করে। পর্যায়ক্রমে ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ফায়ার সার্ভিস কর্ণফুলী নদী থেকে পাইপের মাধ্যমে সরাসরি পানি ছিটায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা সরোয়ার জাহান রাত ১টায় প্রথম আলোকে বলেন, রাত সাড়ে দশটায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন গুদামের ভেতরের আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছে।

আরও পড়ুন

কর্ণফুলী থানার ইছানগরের কারখানাটির মোট ৫টি গুদাম রয়েছে। প্রতিটি গুদামের ধারণ ক্ষমতা ৬০ হাজার মেট্রিক টন। একটি গুদামে আগুন লাগে। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক বলেন, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ারের পাশাপাশি অন্যান্য সংস্থাও কাজ করছে।

এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, গুদামে ৬৫ হাজার মেট্রিক টন অপরিশোধিত চিনি ছিল।

আরও পড়ুন