৫ বছরের ব্যবধানে ১৬ লাখ টাকা আয় বেড়েছে সংসদ সদস্য সেলিম আলতাফের

সেলিম আলতাফ ওরফে জর্জ
ছবি: সংগৃহীত

৫ বছরের ব্যবধানে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ ওরফে জর্জের বার্ষিক আয় সাড়ে তিন লাখ টাকা থেকে বেড়ে ১৯ লাখ ৮৬ হাজার টাকা হয়েছে। এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমার পরিমাণ ১৫ লাখ থেকে ৩৭ লাখ টাকা হয়েছে। স্ত্রীর নামে ব্যাংকে আছে ২০ লাখ টাকা।

দ্বাদশ ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া সেলিমের হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। সেলিম পেশায় আইনজীবী। শিক্ষাগত যোগ্যতা এলএলএম।

দলের লোকজন বলেন, সেলিম আলতাফ পরিবারের লোকজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। কুমারখালী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রয়াত গোলাম কিবরিয়ার দৌহিত্র তিনি। তাঁর চাচা প্রয়াত আবুল হোসেন ও চাচি সুলতানা তরুণও সংসদ সদস্য ছিলেন। আরেক চাচা সামছুজ্জামান অরুণ কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র। দলীয় কোনো পদ-পদবি না থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ আসনে সেলিম আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এবারও তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন।

হলফনামা দেখে জানা গেছে, বর্তমানে সেলিমের আয়ের একটি বড় অংশ (৬ লাখ ৪৪ হাজার টাকা) আসে আইনজীবীর ফি হিসেবে। সংসদ সদস্য হিসেবে ভাতা পান ৬ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া ৬ লাখ ৩৩ হাজার টাকা তিনি রয়্যালটি হিসেবে পান। আর ২০১৮ সালের জমা দেওয়া হলফনামায় উল্লেখ আছে, শুধু আইনজীবীর ফি হিসেবে বছরে সাড়ে তিন লাখ টাকা উপার্জন করেন তিনি।

আয়ের সঙ্গে বেড়েছে সেলিম ও তাঁর স্ত্রীর ব্যাংকে জমা টাকার পরিমাণ। ৫ বছর আগে সেলিমের ব্যাংকে জমা ছিল ১৫ লাখ টাকা। এবার সেলিম ও তাঁর স্ত্রী দুজনের মিলে আছে ৫৭ লাখ টাকা।

আরও পড়ুন

২০১৮ সালে সেলিমের কোনো গাড়ি ছিল না। এবার হলফনামায় সেলিম উল্লেখ করেছেন তাঁর ৮০ লাখ টাকার বেশি দামের জিপ গাড়ি আছে। তাঁর স্ত্রীও চড়েন উপহার পাওয়া বিলাসবহুল জিপে। ২০১৮ সালে সেলিম তাঁর স্ত্রীর নামে উপহার হিসেবে পাওয়া ১০০ ভরি স্বর্ণের কথা উল্লেখ করেছেন। ২০২৩ সালের হলফনামায় সেলিম তাঁর স্ত্রীর নামে কোনো স্বর্ণ না দেখালেও নিজের নামে ১০০ ভরি স্বর্ণ থাকার কথা লিখেছেন। যার মূল্য তিনি দেখিয়েছেন ২০ লাখ টাকা।

৫ বছরের স্থাবর সম্পত্তিতে বেশি পরিবর্তন আসেনি সেলিমের। ৫ বছর আগে তাঁর নামে ২ দশমিক ৪৫ একর জমি ছিল। এবার এর সঙ্গে যৌথ মালিকানায় ৩ বিঘা জমি যোগ হয়েছে। এ ছাড়া, যৌথ মালিকানায় তাঁর একটি পাকা বাড়ি রয়েছে।

আরও পড়ুন

এবারের হলফনামায় সেলিম তাঁর কাছে তিনটি অস্ত্র আছে বলে উল্লেখ করেছেন। সেগুলো হলো এনপিবি পিস্তল, ২২ বোর রাইফেল ও ১২ বোর রাইফেল। হলফনামা দেখে আরও জানা যায়, সেলিমের কাছে নগদ টাকা আছে ১২ লাখ । তাঁর স্ত্রীর আছে ১ লাখ টাকা। সেলিমের বিরুদ্ধে কোনো মামলা নেই।