রোগী বাগিয়ে নেওয়া হতো ডায়াগনস্টিক সেন্টারে, মালিক ও চিকিৎসকের জরিমানা

রংপুর জেলার মানচিত্রপ্রথম আলো

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগী বাগিয়ে এনে ভুল চিকিৎসার অভিযোগ ওঠে আল মানার ডায়াগনস্টিক সেন্টার নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। পরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে এর সত্যতা মিলেছে। এর দায়ে ওই প্রতিষ্ঠানের মালিক ও এক চিকিৎসককে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ভোক্তা অধিকার অধিদপ্তরের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া রংপুর মেডিকেল থেকে রোগী বাগিয়ে আনার দায়ে আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় রোগীদের অভিযোগের ভিত্তিতে আল মানার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে চিকিৎসক ফজলে রাব্বি ও আল মানার প্রতিষ্ঠানের মালিক হাসান মাহমুদ উভয়কে দুই লাখ করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর রংপুর বিভাগের উপপরিচালক আজহারুল ইসলাম। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তিরা দালাল দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী বাগিয়ে আনতেন। পরে ওই রোগীদের প্রয়োজনের অতিরিক্ত পরীক্ষা দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিতেন। ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।

তবে অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির মালিক হাসান মাহমুদ বলেন ভিন্ন কথা। তিনি বলেন, মেডিসিনের চিকিৎসক অন্য রোগী দেখেছেন, পাশাপাশি অন্য ল্যাব থেকে করানো কিছু হরমোনের টেস্টের কারণে এ জরিমানা করা হয়েছে।

এদিকে জরিমানার বিষয়ে চিকিৎসক ফজলে রাব্বি বলেন, ‘যেহেতু আমি মানসিক রোগের চিকিৎসক নই, তাই মানসিক রোগীকে চিকিৎসা দেওয়ার কারণে আমাকে জরিমানা করা হয়েছে।’র

আরও পড়ুন