শেরপুর সরকারি কলেজের ২০ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেন
শেরপুর জেলার অন্যতম বিদ্যাপীঠ শেরপুর সরকারি কলেজের ২০ জন শিক্ষার্থী এ বছর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। গতকাল রোববার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর আজ সোমবার দুপুরে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক শামছুল হুদা চৌধুরী বলেন, ‘আমরা এর থেকেও বেশি আশা করেছিলাম। তবে বিগত বছর থেকে এ বছর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ বেশি পেয়েছে।’
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ্ কামাল উদ্দিন বলেন, প্রতিবছর এ কলেজ থেকে মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়ে থাকে। এসব কৃতী শিক্ষার্থীকে কলেজ থেকে সংবর্ধনা দেওয়া হবে।