‘রিশাদ দেশের হয়ে খেলছে, আমরা দারুণ খুশি’
শ্রীলঙ্কার বিপক্ষে রিশাদ হোসেনের ঝোড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত হয়েছে। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বোলিংয়ে ১ উইকেট নেওয়ার পর ১৮ বলে ৪৮ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর আলোচনায় এসেছে লেগ স্পিনার রিশাদ হোসেনের নাম। তাঁর এই সাফল্যে পরিবারের সদস্য, বন্ধু ও শিক্ষকেরা উচ্ছ্বসিত।
রিশাদ নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের নিজপাড়া গ্রামের নূর আলমের ছেলে। তিনি নীলফামারী শহরের ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ২০১৮ সালে রিশাদ হোসেন ওই প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করেন। খেলার কারণে তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি।
নীলফামারী শহর থেকে পাঁচ কিলোমিটার উত্তরে নিজপাড়া গ্রাম। মঙ্গলবার দুপুরে রিশাদ হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, তিনতলা ভবনের নির্মাণকাজ চলছে। বাড়ির সামনে রয়েছে একটি টয়োটা কার। সেখানে কথা হয় রিশাদ হোসেনের চাচাতো ভাই রাশেদ আলমের সঙ্গে। তিনি বলেন, ‘রিশাদের চেয়ে বয়সে আমি বড়। গ্রামে আমরা একসঙ্গে টেপ টেনিস খেলতাম। তারপর সে শহরের ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়। শহরে তার খেলার সুযোগ তৈরি হয়। সোমবারের খেলা আমরা সবাই মিলে উপভোগ করেছি। রিশাদ দেশের হয়ে খেলছে, আমরা দারুণ খুশি।’
দুই ভাই-বোনের মধ্যে রিশাদ হোসেন বড়। ছোট বোন আরিফা জামানের বিয়ে হয়েছে। মা রিপা বেগম গৃহিণী, বাবা নূর আলম চাষাবাদ করেন। নূর আলম জানান, রিশাদ নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ার পর নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে পঞ্চম শ্রেণি পাস করার পর ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন। ২০১৮ সালে ওই একই প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করেন। এখনো তিনি ওই কলেজের শিক্ষার্থী।
নূর আলম বলেন, ‘ছোটবেলা থেকেই রিশাদ খেলাধুলা পছন্দ করত। ছোটবেলা থেকে তাকে উৎসাহ দিতাম। তার সফলতায় আমরা খুশি। তার দেওয়া টাকায় চারতলা বাড়ির ভিত্তি দেওয়া হয়েছে। একতলার কাজ শেষ হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় তলার কাজ চলছে। এক সপ্তাহ আগে চট্টগ্রাম থেকে সে গাড়ি কিনে পাঠিয়েছে।’
ছোটবেলা থেকেই রিশাদ খেলাধুলা পছন্দ করত। ছোটবেলা থেকে তাকে উৎসাহ দিতাম। তার সফলতায় আমরা খুশি।নূর আলম, রিশাদ হোসেনের বাবা
২০১৭ সালে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন এবং বিভাগীয় পর্যায়ে রানার্সআপ হয়। কলেজের শরীরচর্চা শিক্ষক ভুবন মোহন তরফদার জানান, ওই টুর্নামেন্টে সবার নজর কাড়েন রিশাদ। ওই বছর তিনি রবি স্পিন ট্যালেন্ট হান্টে সারা দেশের মধ্যে দ্বিতীয় হন। ওই বছরে অনূর্ধ্ব-১৭ দলে অভিষেক হয় রিশাদের। এরপর ২০২০ সালে তিনি জাতীয় দলের ক্যাম্পে ডাক পান। ২০২৩ সালে ৩১ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ আন্তর্জাতিক ম্যাচে তাঁর অভিষেক হয়।
ভুবন মোহন তরফদার আরও জানান, ২০১৮ সালে রিশাদ এসএসসি পাস করেন। কিন্তু খেলায় ব্যস্ত থাকার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি।