সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সুহাসিনী হলে খাবার আনা–নেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সুহাসিনী দাস হলছবি: সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সুহাসিনী দাস হলে বাইরের খাবার আনা ও হল থেকে বাইরে খাবার নিয়ে যাওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। শিক্ষার্থীদের সমালোচনার মুখে গতকাল শনিবার এই ঘোষণা দেয় হল কর্তৃপক্ষ।

সুহাসিনী দাস হলের ছাত্রীদের জন্য সম্প্রতি পাঁচটি নির্দেশনা দিয়ে নোটিশ জারি করেছিল হল কর্তৃপক্ষ। হলের পাঁচটি নির্দেশনার মধ্যে শেষ নির্দেশনায় বলা হয়েছিল, হল থেকে রান্না করা খাবার বাইরে পাঠানো এবং বাইরে থেকে পার্সেল করে দুপুর ও রাতের খাবার হলে আনা যাবে না।

এমন নির্দেশনা জারির পর থেকে হলের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি উল্লেখ করে অনেকে সমালোচনা করেন। এ নিয়ে প্রথম আলো অনলাইন ও প্রিন্ট সংস্করণে খবর প্রকাশিত হয়। এরপর নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় হল কর্তৃপক্ষ।

আরও পড়ুন

খোঁজ নিয়ে জানা গেছে, সুহাসিনী দাস হলের আসনসংখ্যা ৩০০। এর মধ্যে ২৫৯ জন ছাত্রী হলে থাকেন। ১১ ফেব্রুয়ারি হলের প্রভোস্ট সাঈদা সুলতানা হলের শিক্ষার্থীদের ৫টি নির্দেশনা দিয়ে নোটিশ দেন। এর ৬ দিন পর হলে খাবার নেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

এ বিষয়ে সুহাসিনী দাস হলের প্রভোস্ট সাঈদা সুলতানা বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে নির্দেশনাগুলো দেওয়া হয়েছিল। শুক্রবার রাতে হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা হলে তাঁরা আগের সিদ্ধান্তটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন। পরে তাঁদের দাবি অনুযায়ী আগের নির্দেশনাটি প্রত্যাহার করা হয়েছে।