শনিবার জনসভায় উপস্থিত হয়ে ময়মনসিংহে ৭৩টি উন্নয়নকাজের উদ্বোধন ও ৩০টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতে এসব উন্নয়ন প্রকল্পের তালিকা উপস্থিত জনতার সামনে তুলে ধরেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আমরা ময়মনসিংহে বিভাগ করেছি। এখানে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। সব ধরনের উন্নয়ন হবে। কিন্তু করোনার কারণে উন্নয়নে দেরি হচ্ছে। করোনার সময় আমরা দেশের মানুষকে বিনা মূল্যে টিকা দিয়েছি। আমরা মানুষকে সুরক্ষিত রাখতে চাই।’ তিনি বলেন, ‘আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। এসব উপহার আপনারা সংরক্ষণ করবেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা যখনই ক্ষমতায় এসেছি, দেশের উন্নয়ন করেছি। বিএনপি দেশকে পিছিয়ে নিয়েছে। দুর্নীতি আর লুটপাট ছাড়া বিএনপি আর কিছুই করেনি। দেশের গৃহহীন ও ভূমিহীন মানুষকে আমরা ঘর দিয়েছি। ইতিমধ্যে ৩৫ লাখ মানুষ ঘর পেয়েছে আর ৪০ লাখ মানুষ ঘর পাবে। একটি মানুষও গৃহহীন থাকবে না।’

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় জনসভা। পরে ময়মনসিংহের ক্ষুদ্র জাতিগোষ্ঠী গারো সম্প্রদায়ের নিজস্ব ভাষায় গানের সঙ্গে নাচ পরিবেশন করেন শিল্পীরা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহীত উর রহমানের সঞ্চালনায় জনসভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের; সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী; সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।