রংপুরে মডার্ন মোড়ের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৫, গুরুতর আহত একজন ঢাকায়

রংপুর নগরের মডার্ন মোড় এলাকায় গত শুক্রবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছবি: প্রথম আলো

রংপুর নগরের মডার্ন মোড়ে আধিপত্য বিস্তার নিয়ে ক্ষমতাসীন দলের সংগঠনের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত ছাত্রলীগ নেতার বাবাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। এদিকে ওই ঘটনায় গতকাল শনিবার রাত পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংঘর্ষে গুরুতর আহত আজাদ হোসেন (৫২) রংপুর নগরের ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বী হোসেনের বাবা। উন্নত চিকিৎসার জন্য তাঁকে গতকাল রাতে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান মোস্তাফিজুর রহমান। চিকিৎসকেরা জানিয়েছেন, আহত আমজাদ হোসেনের ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে। এ ছাড়া ডান হাত ও ডান পা ভেঙেছে।

আরও পড়ুন

গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মডার্ন মোড়ের নিয়ন্ত্রণ এবং চাঁদা ভাগ–বাঁটোয়ারা নিয়ে ক্ষমতাসীন দলের যুবলীগ নেতা ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মোক্তারুল ইসলাম ওরফে বাবু অনুসারীদের সঙ্গে রংপুর মহানগরের তাজহাট থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন এবং ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বি হোসেন অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় আমজাদ হোসেন, আখতারুজ্জামান, আলতাব হোসেনসহ অন্তত পাঁচজন আহত হন।

এ ঘটনায় রাব্বি হোসেন বাদী হয়ে তাজহাট থানায় শুক্রবার রাতে মামলা করেন। ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মোক্তারুল ইসলামসহ সাতজনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি রয়েছেন ২৫ থেকে ৩০ জন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে মামলার প্রধান আসামি রংপুর মহানগর ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মোক্তারুল ইসলাম রয়েছেন। গ্রেপ্তার অন্য চারজন হলেন আল আমিন, ছোট রাজন, সিফাত ও পলাশ।

আজ বেলা ১১টার দিকে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর ১১ আগস্ট রাতে ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মোক্তারুল ইসলামকে গাড়ি পার্কিং ও ওঠানো চাঁদার ভাগ–বাঁটোয়ারা নিয়ে মডার্ন মোড় এলাকায় কুপিয়ে আহত করার ঘটনা ঘটে। ওই সময় গুরুতর আহত মোক্তারুলকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার জেরেই এই সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।