নছিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

দিনাজপুরের হাকিমপুরে নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলার চৌধুরী ডাঙ্গাপাড়া গ্রামের বটতলি এলাকায় বিরামপুর-হিলি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ দুটি উদ্ধার করেছে।

নিহত ব্যক্তিরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুতুব গ্রামের আনারুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (৩২) এবং একই উপজেলার কুমারপাড়া গ্রামের ধীরাজ ঘোষের ছেলে ধীমান কুমার ঘোষ (৩০)। আরিফুল মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা দুইটার দিকে বিরামপুর পৌর শহর থেকে একটি নছিমন হিলি শহরের দিকে যাচ্ছিল। অপর দিকে হিলি থেকে একটি মোটরসাইকেল বিরামপুরের দিকে আসছিল। পথে চৌধুরী ডাঙ্গাপাড়া এলাকায় নছিমনটির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন ধাক্কা খেয়ে পাকা সড়কের ওপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

বিরামপুর থানার উপপরিদর্শক এরশাদ মিয়া প্রথম আলোকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহী নিহতের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি বিরামপুর উপজেলার সীমানা থেকে অল্প দূরে হাকিমপুর উপজেলার সীমানার মধ্যে ঘটেছে। হাকিমপুর থানা-পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জব্দ করা নছিমন ও মোটরসাইকেল হাকিমপুর থানা-পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পেয়ে তাঁরা ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছেন।

এর আগে আজ সকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার টিঅ্যান্ডটি মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন। তাঁরা হলেন ভুট্টাবোঝাই ট্রাকের চালক গোলাম রব্বানী (৪৫) ও চালকের সহকারী মোহাম্মদ রেজওয়ান (৩৫)।