সাংবাদিক গোলাম রব্বানি হত্যা মামলা ডিবিতে হস্তান্তর

সাংবাদিক গোলাম রব্বানি
ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রব্বানি হত্যা মামলাটি গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার জামালপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী মামলা হস্তান্তরের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

১৪ জুন রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়িতে ফিরছিলেন সাংবাদিক গোলাম রব্বানি। বকশীগঞ্জের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান (বরখাস্ত) মাহমুদুল আলমের নেতৃত্বে তাঁর ওপর হামলা করে একদল সন্ত্রাসী। এ সময় তাঁকে টেনেহিঁচড়ে উপর্যুপরি কিলঘুষি ও বেদম মারধর করা হয়। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে সন্ত্রাসীরা তাঁকে ফেলে পালিয়ে যায়। পরদিন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন

গোলাম রব্বানি অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি এবং একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলার সাংবাদ সংগ্রাহক হিসেবে দায়িত্ব পালন করতেন।

হত্যাকাণ্ডের ঘটনায় গত শনিবার দুপুরে সাংবাদিক গোলাম রব্বানির স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারে মাহমুদুল আলম, তাঁর ছেলে রিফাতসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ২০ থেকে ২৫ জনকে।

আরও পড়ুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধান আসামি মাহমুদুলসহ ১৩ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। গত রোববার তাঁদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত দুই দিন বকশীগঞ্জ থানায় পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদ করছিল। বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোহেল রানা মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন।

জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘মামলাটি সঠিকভাবে পরিচালনা ও গতিশীলভাবে তদন্তকাজ চালিয়ে নিতে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের বিভিন্ন কাজ থাকে। কিন্তু ডিবি শুধু তদন্তাধীন বিষয় নিয়েই কাজ করে। এ ছাড়া ডিবি সরাসরি আমার দ্বারা পরিচালিত হয়। ফলে মামলার তদন্ত আরও গতিশীল হবে। একই সঙ্গে আমি নিজেও সার্বক্ষণিক তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে পারব।’

আরও পড়ুন
আরও পড়ুন