পাবনায় বিএনপি-জামায়াতের ঝটিকা মিছিল, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন আজ রোববার সকালে পাবনা জেলা শহর ও ঈশ্বরদীতে ঝটিকা মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। হরতালের সমর্থনে পিকেটাররা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ও দুটি ট্রাক ভাঙচুর করেন। একই সঙ্গে কয়েকটি ককটেলের বিস্ফোরণ হয়েছে, তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঈশ্বরদীতে হরতালের সমর্থনে জামায়াত নেতা-কর্মীরাও বিক্ষোভ মিছিল করেছেন। তবে পুলিশ ধাওয়া দিয়ে জামায়াতের মিছিলটি ছত্রভঙ্গ করে দিয়েছে। এ সময় দুজনকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীদের কয়েকজন বলেন, সকাল ১০টার দিকে জেলা শহরের মুজাহিদ ক্লাব এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান। মিছিলটি মুজাহিদ ক্লাব থেকে বড় বাজার এলাকায় পৌঁছালে হরতালের সমর্থনে পিকেটিং শুরু করেন নেতা-কর্মীরা। এ সময় একটি ট্রাক ভাঙচুর ও পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে পুরো বাজার এলাকায় আতঙ্ক তৈরি হয়। লোকজন দিগ্বিদিক ছুটতে থাকেন। পরে পুলিশ এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এরপর বেলা ১১টার দিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি দোতলা বিআরটিসি বাস ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশে ছাড়ে। বাসটি শহরের মহিষের ডিপো এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২ জন যুবক এসে বাসটিতে এলোপাতাড়ি ঢিল ছুড়তে থাকেন। এতে বাসের জানালার কয়েকটি কাচ ভেঙে যায়। পরে বাসচালক দ্রুত সেখান থেকে সরে রক্ষা পান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করেছি। থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।’
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাশকতাকারী ব্যক্তিদের ধরতে অভিযান চলছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সকাল সাড়ে সাতটার দিকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া উপজেলার নওদাপাড়া এলাকায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কের জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেন। স্থানীয় লোকজন বলেন, মিছিলটি কিছু দূর এগুলোই পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে আটক করে।
একই সময় ঈশ্বরদী-বানেশ্বর সড়কের কাচারি পাড়া রেলগেট ও ঝাউতলা এলাকায় ঝটিকা মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিলকারী ব্যক্তিরা সড়কে এসে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক আটকানোর চেষ্টা করেন। পরে পুলিশ গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এর আগে সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলা সদরের কলেজ রোডে একটি ময়দাভর্তি ট্রাক ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টা করেন বিএনপির নেতা-কর্মীরা। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলা হয়। এতে ট্রাকটির সামনের কাচ ক্ষতিগ্রস্ত হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) বিপ্লব কুমার গোস্বামী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিক্ষোভের নামে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা নাশকতার চেষ্টা করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। এর বাইরে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া আর কিছু ঘটেনি। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।