শহীদ চান্দু স্টেডিয়ামে ভেন্যু বাতিলের প্রতিবাদে যুবকের অনশন অব্যাহত, বিএনপির সমাবেশ

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ক্রিকেটের আন্তর্জাতিক ভেন্যু বাতিলের দাবিতে আমরণ অনশনে বসেছেন মো. রুমেল। সোমবার শহরের সাতমাথা এলাকায়
ছবি: প্রথম আলো

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে জনবল প্রত্যাহারসহ ভেন্যু বাতিলের প্রতিবাদে মাথায় কাফনের কাপড় পরে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন মো. রুমেল নামের একজন যুবক। তিনি বগুড়া সদর এলাকার বাসিন্দা। ইউটিউব ভিডিও বানানো এই যুবক একজন ক্রিকেটভক্ত।

আজ সোমবার সকালে দ্বিতীয় দিনের মতো শহরের সাতমাথায় বগুড়া জিলা স্কুলসংলগ্ন ফুটপাতে অনশনে বসেন রুমেল। এ সময় সুশাসনের জন্য নাগরিক (সুজন) বগুড়া জেলা কমিটির সদস্যরা ছাড়াও নানা শ্রেণি–পেশার মানুষ তাঁর কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। একই দাবিতে বগুড়া জেলা বিএনপি আজ সোমবার বিকেলে শহরের নওয়াববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে।

মো. রুমেল সাংবাদিকদের বলেন, ‘শহীদ চান্দু স্টেডিয়াম বগুড়াবাসীর আত্মার সঙ্গে মিশে আছে। সেই ক্রিকেট ভেন্যু বাতিলের বিষয়ে বিসিবির সিদ্ধান্ত প্রত্যাহার ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ঘোষণা না দেওয়া পর্যন্ত এ অনশন চালিয়ে যাব। বগুড়াবাসীর প্রাণের দাবি আদায়ে প্রয়োজনে আত্মাহুতি দেব।’

আজ বেলা সাড়ে ১১টায় সাতমাথায় শহীদ চান্দু স্টেডিয়ামে ভেন্যু বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেন সুজন জেলা কমিটির সদস্যরা। এরপর মো. রুমেলের অনশন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তাঁরা। এ সময় সুজন বগুড়া জেলা কমিটির সভাপতি ছালামত উল্লাহ, সাধারণ সম্পাদক হুমায়ূন ইসলাম, সদস্য মামুনুর রশিদ, তাহমিনা পারভীন, আবু মুসা প্রমুখ উপস্থিত ছিলেন।

বিসিবি ও জেলা ক্রীড়া সংস্থার ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে সুজনের সদস্যরা বলেন, জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে বিসিবি যে অসহযোগিতার অভিযোগ তুলেছে, সরকারকে এর তদন্ত করতে হবে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ক্রীড়া সংস্থার ব্যর্থতার দায় বগুড়াবাসী নিতে পারে না। শহীদ চান্দু স্টেডিয়ামে ক্রিকেট ভেন্যু ফিরিয়ে দিতে হবে।

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে দ্বন্দ্বে শহীদ চান্দু স্টেডিয়ামের মূল মালিক জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে স্টেডিয়ামটি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

শহীদ চান্দু স্টেডিয়াম থেকে ভেন্যু বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার বিকেলে নওয়াববাড়ি সড়কের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে
ছবি: প্রথম আলো

গত বৃহস্পতিবার এনএসসি সচিব বরাবর পাঠানো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ওই দিনই শহীদ চান্দু স্টেডিয়ামে কর্মরত বিসিবির ১৭ জন কর্মকর্তা-কর্মচারীকে বগুড়া থেকে প্রত্যাহার করে মিরপুরে বিসিবির কার্যালয়ে রিপোর্ট করতে বলা হয়। এ ছাড়া স্টেডিয়ামে থাকা রোলার, সুপার সপার, পিচ কাভারসহ মাঠ ও খেলার যাবতীয় সরঞ্জাম এবং ড্রেসিংরুমের আসবাব ঢাকায় নিয়ে যায় বিসিবি।

রোববার দুপুর ১২টার দিকে সাতমাথা এলাকায় গিয়ে দেখা যায়, গায়ে কাফনের কাপড় পরে ফুটপাতে বিছানা পেতে অনশনে বসেছেন রুমেল। পেছনে টাঙানো ব্যানার। বুকে ঝোলানো প্ল্যাকার্ড। অনশনরত এই যুবককে দেখতে অনেকেই তাঁর চারপাশে ভিড় করেছেন।

শহীদ চান্দু স্টেডিয়ামে ভেন্যু বাতিলের প্রতিবাদে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে করা প্রতিবাদ সমাবেশে দলটির সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার বলেন, স্টেডিয়াম প্রত্যাহার বগুড়াবাসীকে অপমান। শহীদ চান্দুকে অপমান। আওয়ামী লীগ বগুড়াবাসীর শত্রু।

আরও পড়ুন

রেজাউল করিম বাদশা বলেন, শহীদ চান্দু স্টেডিয়াম থেকে জাতীয় দলের অনেক ক্রিকেটার তৈরি হয়েছে। অথচ এ স্টেডিয়াম থেকে জনবল ও মালামাল প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এটা অবৈধ আওয়ামী সরকারের বগুড়ার প্রতি স্বৈরাচারী আচরণ।

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার বলেন, আওয়ামী লীগ কথায় কথায় বলে খেলা হবে। কিন্তু স্টেডিয়াম বন্ধ করে দিলে খেলা হবে কোথায়? জেলা আওয়ামী লীগের নেতা মাসুদুর রহমান প্রভাব খাটিয়ে ১৪ বছর ধরে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের পদ আঁকড়ে ধরে বসে আছেন। চেম্বার সভাপতির পদ আঁকড়ে আছেন। তাঁর ব্যর্থতা ও অসহযোগিতার কারণে বিসিবি স্টেডিয়ামে ক্রিকেট ভেন্যু প্রত্যাহার করেছে। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, বিএনপি ক্ষমতায় এলে স্টেডিয়ামে আবার আন্তর্জাতিক ম্যাচ হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য লাভলী রহমান, বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম আর ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম তৌহিদুল আলম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল বারী তালুকদার, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী, জেলা বিএনপির নেতা শেখ তাহাউদ্দিন প্রমুখ।

২০০৬ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। পরের মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেকও হয় স্টেডিয়ামটির। ওই বছরের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি এ স্টেডিয়ামে।