খুলনায় সংঘর্ষের ঘটনায় বিএনপির ৮০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭
খুলনায় বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৮০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে খুলনা সদর থানায় মামলাটি করেন উপপরিদর্শক (এসআই) অজিত কুমার দাশ। মামলার পর রাতে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলায় বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম, জেলা বিএনপির সদস্যসচিব মনিরুল হাসান, কেন্দ্রীয় যুবদল নেতা নাজমুল হুদা চৌধুরীসহ ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকিদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে বিএনপির নেতা-কর্মীরা বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে পুলিশের গাড়ির ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেন। এ ঘটনায় ৬০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
গতকাল বিকেলে খুলনা নগরের কেডি ঘোষ সড়কে অবস্থিত বিএনপির কার্যালয়ের সামনে বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিল বিএনপি। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটে। বিএনপির নেতা-কর্মীদের দাবি, পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেটে দলের ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।