সরকার নতুন মোড়কে আরেকটি কালো আইন তৈরির অপচেষ্টা করছে

বরিশালে গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন জোনায়েদ সাকি। বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনেছবি: প্রথম আলো

সরকার সাইবার নিরাপত্তা আইনের নামে নতুন মোড়কে আরেকটি নিবর্তনমূলক কালো আইন তৈরির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

গণসংহতি আন্দোলনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি এমন মন্তব্য করেন।

জোনায়েদ সাকি বলেন, সরকার দেশের সংবিধানকে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বদলে দিয়েছে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই সরকার সংবিধানকে নিজেদের মতো করে বদলে দিয়েছে। এখন তারা বলছে, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, দেশ চলবে সংবিধান অনুযায়ী। এভাবে বিভাজন সৃষ্টি করে, রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে নিজের পকেটে পুরে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। দেশ আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে বরিশাল জেলা গণসংহতি আন্দোলন। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ।

ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক বন্দোবস্তের ৩১ দফা রাষ্ট্রব্যবস্থার সংস্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ১ দফার ভিত্তিতে গণ-অভ্যুত্থান গড়ে তোলার আহ্বান জানিয়ে সভায় জোনায়েদ সাকি বলেন, সরকার জোর করে দেশে জবরদস্তিমূলক শাসন কায়েম করেছে। ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে দেশ আজ ধ্বংসের মুখে।

বিরোধী দলের লাখ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘পুলিশকে ব্যবহার করে জমিদারি কায়দায় সরকারবিরোধী মতকে গলা টিপে ধরে। এই ভোটারবিহীন সরকার আজ রাষ্ট্রশক্তিকে দখল করে, পকেটে ভরে ত্রাসের দেশে রাজস্ব কায়েম করেছে। গুম, খুন করে সমাজে ভয়ের অবস্থা তৈরি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু আজ দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদের গণ-অভুত্থান সৃষ্টি করতে হবে। জনগণকে জাগাতে পারলে এই সরকার কোনো শক্তি দিয়েই টিকে থাকতে পারবে না।’

গত ১৫ বছরে দেশে লুটপাট হয়েছে অভিযোগ করে জোনায়েদ সাকি বলেন, সরকার কী পরিমাণ অর্থ ১৫ বছরে লুট করেছে, তার কিছু কিছু তথ্য এখন পাওয়া যাচ্ছে। শুধু ব্যাংকিং চ্যানেলে তারা ১৫ লাখ কোটি টাকা পাচার করেছে। এর বাইরে আরও আনেক লুটপাট হয়েছে, তার হিসাব নেই। সম্প্রতি সরকারের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী ১ মিলিয়ন ডলার সিঙ্গাপুরে পাচার করেছেন, এমন তথ্য এসেছে। যখনই তা তদন্তের দাবি উঠেছে, তখনই আদালতকে ব্যবহার করে তা তদন্ত বন্ধের বন্দোবস্ত করা হয়েছে। সরকার সবাইকে নিয়ে লুটেপুটে দেশটাকে এভাবে ধ্বংস করেছে।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক, সাবেক সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম, পেশাজীবী সংগঠনের সভাপতি চিকিৎসক মিজানুর রহমান প্রমুখ।

আরও পড়ুন