কুয়াকাটায় ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’, হোটেল ভাড়ায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা
পটুয়াখালীর কুয়াকাটায় ৮ ও ৯ ডিসেম্বর ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা, ২০২৩’ অনুষ্ঠিত হবে। এ উৎসব সামনে রেখে কুয়াকাটায় পর্যটকদের টানতে হোটেল-মোটেল ও রিসোর্টের মালিকেরা ভাড়ায় ২০ থেকে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি ট্যুর অপারেটররা ২ হাজার ১০০ টাকায় এক রাত ও দুই দিনের প্যাকেজ ঘোষণা করেছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ উৎসবের আয়োজন করেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা ২০২৩-এর দুই দিনের উৎসবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাহাত আনোয়ার ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ‘পর্যটনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ভূমিকা’ শীর্ষক সেমিনারসহ নানা আয়োজন রয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, দুই দিনের উৎসব আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফানুস ও ঘুড়ি ওড়ানো, বিচ ফুটবল, বিচ ভলিবল, রাখাইন নৃত্য, পুতুলনাচসহ নানা আয়োজন থাকবে। এ ছাড়া নানা পদের খাদ্যসামগ্রীর স্টল বসবে।
কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, ‘আমরা হোটেল-মোটেল ও রিসোর্টের মালিকেরা দুই দিনব্যাপী উৎসব সামনে রেখে ২০ শতাংশ থেকে শুরু করে ৫০ শতাংশের ছাড় দেওয়ার ঘোষণা করেছি। আশা করি, আমাদের এমন ঘোষণায় পর্যটকেরা ব্যাপক সংখ্যায় আকৃষ্ট হয়ে এ সময় কুয়াকাটায় ভ্রমণ করবেন।’
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, সারা বছর তাঁরা কোনো না কোনোভাবে পর্যটন খাতকে ঘিরে ব্যবসা করেন। তবে এবারের আয়োজন ঘিরে তাঁরা শুধু ব্যবসার কথা না ভেবে কুয়াকাটায় আগত পর্যটকদের কথা চিন্তা করছেন। তাঁরা ২ হাজার ১০০ টাকায় দুই দিন ও এক রাত থাকার ব্যবস্থা করেছেন। এতে থাকছে একবার রাতের খাবার, দুবার দুপুরের খাবার ও দুবার সকালের নাশতা। এ ছাড়া এক রুমের আবাসিক সুবিধা ও হালকা নাশতা।
কলাপাড়ার ইউএনও জাহাঙ্গীর হোসেন আরও বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশে পর্যটনকে প্রসারিত করতে চলছে মুজিব’স বাংলাদেশ ক্যাম্পেইন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ আয়োজন করেছে। আশা করছেন, বিপুলসংখ্যক পর্যটকের আগমন ঘটবে এ আয়োজন কেন্দ্র করে।