২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

রাজশাহীর আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার গ্রেপ্তার

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে গ্রেপ্তার করেছে র‍্যাব
ছবি: র‍্যাবের সৌজন্যে

ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা ও হত্যার অভিযোগে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। গতকাল শুক্রবার রাতে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে নওগাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৫–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীর বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আনজুম নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামি ডাবলু সরকার। গতকাল রাতে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে নওগাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করেছে। পরে রাতেই তাঁকে নওগাঁ থেকে রাজশাহীতে নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন

আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে র‍্যাবের পক্ষ থেকে জানা যায়, ডাবলু সরকারের নামে কোন থানায় কতটি মামলা আছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে। এরপর তাঁকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।

আরও পড়ুন
আরও পড়ুন