বিসিবির ভেন্যু ফেরত চাইলেন সংসদ সদস্য, ক্রীড়া প্রতিমন্ত্রীর আশ্বাস

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু বাতিলের সিদ্ধান্তের পর বিভিন্ন সরঞ্চাম ও আসবাব ঢাকায় সরিয়ে নেয় বিসিবি
ফাইল ছবি: প্রথম আলো

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান। গতকাল সোমবার নিজ দপ্তরে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে এ-সংক্রান্ত আবেদন প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন আওয়ামী লীগের এই সংসদ সদস্য।

প্রতিমন্ত্রী এ বিষয়ে বিসিবির সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন সংসদ সদস্য রাগেবুল আহসান। গতকাল রাতে তিনি তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বগুড়াবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে পুনরায় স্বীকৃতি দেওয়ার আশ্বাস দিয়েছেন। বগুড়াবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি।’

আরও পড়ুন

রাগেবুল আহসান বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি প্রথম আলোকে বলেন, ২ মার্চ শহীদ চান্দু স্টেডিয়ামে ক্রিকেট ভেন্যু বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দেয় বিসিবি। বিসিবির আকস্মিক এ সিদ্ধান্তে শুধু বগুড়া নয়, গোটা উত্তরাঞ্চলের ক্রিকেটপ্রেমী মানুষ হতাশ হয়ে পড়েন। এ কারণে নিজের দায়িত্ববোধ থেকেই ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট মহলে যোগাযোগ করেছিলেন। বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামও ভেন্যু ফিরিয়ে আনতে জোর তৎপরতা অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় গতকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সার্বিক অবস্থা তুলে ধরেছেন।

প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে বিসিবির ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের আবেদন প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন সংসদ সদস্য রাগেবুল আহসান
ছবি: সংগৃহীত

রাগেবুল আহসান বলেন, প্রতিমন্ত্রী ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়টি আশ্বস্ত করেছেন। এ ছাড়া স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। শিগগিরই বিসিবি থেকে এ-সংক্রান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা করছেন তিনি।

আরও পড়ুন

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে দ্বন্দ্বে স্টেডিয়ামের মূল মালিক জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে স্টেডিয়ামটি হস্তান্তরের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২ মার্চ এনএসসি সচিব বরাবর পাঠানো বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে স্টেডিয়ামটি হস্তান্তরের এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এরপর ওই দিনই শহীদ চান্দু স্টেডিয়ামে কর্মরত বিসিবির ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বগুড়া থেকে প্রত্যাহার করে পরে রাজশাহী ও রংপুর বিভাগীয় স্টেডিয়ামে বদলি করা হয়। এ ছাড়া স্টেডিয়ামে থাকা রোলার, পিচ কাভারসহ মাঠ ও খেলার যাবতীয় সরঞ্জাম এবং ড্রেসিংরুমের আসবাব ঢাকায় নিয়ে যায় বিসিবি।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সভায় কিছু সিদ্ধান্তের রেজল্যুশনসহ ভেন্যু পুনর্বিবেচনার জন্য জাতীয় ক্রীড়া পরিষদ এবং বিসিবির কাছে ৭ মার্চ চিঠি পাঠানো হয়েছে। তবে বিসিবি থেকে এখন পর্যন্ত ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা আসেনি। বিসিবির আগামী বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করছি।’

২০০৬ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। পরের মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় স্টেডিয়ামটির। কিন্তু ওই বছরের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনে চলে যায় স্টেডিয়ামটি। ২০০৬ সালের পর থেকে এখানে আন্তর্জাতিক ম্যাচ হয়নি। তবে জাতীয় লিগ, যুব ক্রিকেট লিগ, প্রিমিয়ার ও প্রথম বিভাগ ক্রিকেট লিগ এবং করপোরেট লিগের ম্যাচ হয়েছে।

আরও পড়ুন