তুরাগতীরে আমবয়ানে শুরু হলো দ্বিতীয় ধাপের ইজতেমা, হাজারো মুসল্লির সমাগম
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তাবলিগের শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়ের অনুসারীদের দ্বিতীয় ধাপের ইজতেমা। আজ সোমবার জোহরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় এই ধাপ। এই ধাপেও ইজতেমা মাঠে জড়ো হয়েছেন হাজারো মুসল্লি।
এর আগে গতকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে মাওলানা জোবায়ের অনুসারীদের প্রথম ধাপের ইজতেমা। পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ শুরু হলো দ্বিতীয় ধাপের ইজতেমা। এতে অংশ নিচ্ছেন ২২ জেলা ও ঢাকার অপর অংশের মুসল্লিরা। প্রথম ধাপে অংশ নিয়েছিলেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এবারই প্রথম দুই ধাপে ইজতেমা পালন করছেন জোবায়ের অনুসারীরা।
মাওলানা জোবায়ের অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান প্রথম আলোকে বলেন, ‘প্রথম ধাপের মুসল্লিরা বের হয়ে যাওয়ার পর দ্বিতীয় ধাপের জন্য গতকাল রোববার সন্ধ্যার পর থেকেই আমাদের সাথি ভাইয়েরা মাঠে প্রবেশ করেন। এরপর সকালে আনুষঙ্গিক কাজ বা মাশোয়ারা (পরামর্শ) শেষে জোহরের নামাজের পর মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য দিয়ে আমাদের দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এখন ধাপে ধাপে চলছে বয়ান।’
দ্বিতীয় ধাপে অংশ নিচ্ছেন মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, নওগাঁ এবং ঢাকার মোহাম্মাদপুর, যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জের মুসল্লিরা।
আজ সোমবার দুপুরে সরেজমিন পুরো ইজতেমা মাঠে মুসল্লিদের উপস্থিতি দেখা যায়। তবে শুধু ২২ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা অংশ নেওয়ায় প্রথম ধাপের তুলনায় মুসল্লি সমাগম কম। মুসল্লিরা বাঁশ ও চটের তৈরি শামিয়ানার নিচে অবস্থান করছেন। মাঠের বেশ কিছু জায়গা এখনো ফাঁকা। তবে এর মধ্যেই দলে দলে মাঠে প্রবেশ করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা। তাঁদের কারও মাথায়, কারও কাঁধে আবার কারও হাতে একাধিক ব্যাগ, পোঁটলা। মাঠে গিয়ে খুঁজে বের করছেন নিজেদের জন্য নির্ধারিত খিত্তা (থাকার স্থান)।
কথা হয় মাদারীপুরের শিবচর থেকে আসা মুসল্লি মোত্তালেবের সঙ্গে। তিনিসহ ৪২ জন এসেছেন একই এলাকা থেকে। মোত্তালেব বলেন, তিনি প্রায় ৩০ বছর ধরে ইজতেমায় আসেন। এর মধ্যে গত ৪ বছর জায়গা না পেয়ে ইজতেমা করেন মাঠের বাইরে। তবে এবার সহজেই মাঠে জায়গা পেয়েছেন তাঁরা। এ জন্য তিনি আনন্দিত।