বরিশালে আবুল খায়ের আবদুল্লাহর পক্ষে আনন্দমিছিল

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আবুল খায়ের আব্দুল্লাহ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল। শনিবার বেলা সাড়ে তিনটায় বরিশাল নগরের সদর রোডে
ছবি: প্রথম আলো

বরিশাল সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় নগরীতে আনন্দমিছিল করেছেন তাঁর সমর্থকেরা। আজ শনিবার বিকেলে নগরের আমতলা মোড় থেকে বের করা একটি মিছিল সদর রোডের অশ্বিনীকুমার হল চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক ওরফে বাহার, ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মেজবাহুল ইসলাম, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান ওরফে মধুসহ স্থানীয় নেতা-কর্মীরা।

মিছিলের আয়োজকেরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল নগরবাসীর ইচ্ছাকে প্রাধান্য দিয়েছেন। এ জন্য আবুল খায়ের আবদুল্লাহর মতো একজন বিনয়ী ব্যক্তিকে দলের মনোনয়ন দিয়েছেন। বরিশালের থেমে যাওয়া উন্নয়নের গতিকে আবার সচল করতে আওয়ামী লীগের নেতা–কর্মী ঐক্যবদ্ধভাবে তাঁকে বিজয়ী করবেন।

এর আগে আজ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা শেষে বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে আবুল খায়ের আবদুল্লাহকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়।

আরও পড়ুন

এরপর বরিশাল নগরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতা–কর্মীরা প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে স্বাগত জানান। অনেকে মিছিল নিয়ে পানি উন্নয়ন বোর্ডের বাংলোয় যান। সেখানে তাঁরা বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, মনোনয়ন ঘোষণার পর নগরের বিভিন্ন স্থানে মিছিল হয়েছে। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা খোকন সেরনিয়াবাতকে স্বাগত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্লোগান দিয়েছেন। খোকন সেরনিয়াবাত মনোনয়ন পাওয়ার খবরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন।

আরও পড়ুন

স্থানীয় আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, বরিশালে মেয়র পদে এবারও বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে একক প্রার্থী হিসেবে প্রস্তাব করে কেন্দ্রে নাম পাঠিয়েছিল মহানগর ও জেলা আওয়ামী লীগ। সাদিক আবদুল্লাহ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তবে সাদিক আবদুল্লাহর ছোট চাচা আবুল খায়ের আবদুল্লাহ মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর বরিশাল নগরজুড়ে আলোচনার কেন্দ্র ছিল চাচা-ভাতিজার মনোনয়নের লড়াই।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন আমেনা বেগমের ছোট ছেলে আবুল খায়ের আবদুল্লাহ। তিনি বর্ষীয়ান নেতা আবুল হাসানাত আবদুল্লাহর ছোট ভাই এবং বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ছোট চাচা। একই সঙ্গে তিনি আওয়ামী যুবলীগের সদস্য।