জঙ্গল থেকে বেরিয়ে আসা একটি শিয়াল কামড়ে দিয়েছিল ৯ গ্রামবাসীকে। পরে ক্ষুব্ধ লোকজন শিয়ালটিকে পিটিয়ে হত্যা করেন। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বারখাইন ইউনিয়নের ফুলতলা এলাকায় আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, আজ সকালে শিয়ালটি রাস্তায় লোকজনকে কামড়াতে শুরু করে। পরে মানুষের বসতবাড়িতে ঢুকেও কয়েকজনকে কামড় দেয়। শেয়ালের কামড়ে আহত ব্যক্তিরা হলেন রাজীব (৪২), হাসিনা আক্তার (৬৫), মো. হাশেম (৪৯), নেহা আক্তার (৩৭), জ্যোৎস্না আক্তার (৩২), মো. মনির (২০), তানজিনা আক্তার (৩৭), জান্নাতুল ফেরদৌস (৩৬) ও নুর আয়েশা (৬০)। আহত ব্যক্তিদের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা কাজী মোহাম্মদ ইদ্রিস বলেন, ফজরের নামাজের পর থেকেই শিয়ালটি লোকজনকে কামড়াতে থাকে। এতে লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। ক্ষুব্ধ হয়ে তাঁরা শিয়ালটিকে পিটিয়ে মারেন।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আফরোজা শারমিন প্রথম আলোকে বলেন, ‘আমরা সাতজনকে প্রাথমিক চিকিৎসা ও ব্যবস্থাপত্র দিয়েছি। তবে কাউকে হাসপাতালে ভর্তি করাতে হয়নি।’