আর্জেন্টিনার জয়ের পর ‘চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন’ গানের তালে নাচ

আর্জেন্টিনার জয়ে দর্শকদের উল্লাস। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসছবি: প্রথম আলো

রেফারির শেষ বাঁশি। এরপরই স্পিকারে ছাড়া হলো ক্রিকেট টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড় ব্রাভোর গান ‘চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন’। গানের সঙ্গে তাল মিলিয়ে নাচতে শুরু করেন শিক্ষার্থীরা। ফুটবল বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে আর্জেন্টিনার জয়ের পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চিত্র এটি।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরের পাশে মাঠের এক দিকে মুক্তমঞ্চ। মঞ্চের তিন দিকে দর্শক। গতকাল বুধবার দিবাগত রাত একটায় বিশ্ববিদ্যালয়ের মঞ্চে আর্জেন্টিনা বনাম পোল্যান্ডের খেলা দেখানো হচ্ছিল বড় পর্দায়। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে বড় পর্দায় খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন শিক্ষার্থীরা ছাড়াও আশপাশের বাসিন্দারা।

মঞ্চের সামনে চেয়ার ও বেঞ্চ পেতে বসে, কেউ দাঁড়িয়ে খেলা উপভোগ করছিলেন। খেলা দেখতে আসা অনেকের গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি। আবার কেউ কেউ মাথায় বেঁধেছিলেন আর্জেন্টিনার পতাকা।
খেলা দেখতে আসা সব দর্শকই যে আর্জেন্টিনার সমর্থক ছিলেন, এমন নয়। ব্রাজিলের সমর্থকেরাও ছিলেন। আর্জেন্টিনা যখন ভালো খেলছিল, একটা পক্ষের উল্লাস ছিল। পোল্যান্ডের ভালো খেলা দেখে আরেক পক্ষের উল্লাসও নজর কাড়ছিল। বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের ছাত্র সেলিম হোসাইন ব্রাজিলের সমর্থক। তিনি বলেন, দেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকই বেশি। দুই দলই জিতে সামনে খেলুক, সেটা তিনি চান।

বড় পর্দায় খেলা দেখার আনন্দ
ছবি: প্রথম আলো

খেলা দেখতে আসা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী চাঁদনি বলেন, তিনি ব্রাজিলের সমর্থক। এসেছেন আর্জেন্টিনার দর্শকদের সঙ্গে খুনসুটি করতে। বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র মাজহারুল ইসলাম অবশ্য আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক। তিনি বলেন, মারা যাওয়ার আগপর্যন্ত তিনি প্রিয় আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে যাবেন।

খেলার মধ্য বিরতিতে বিশ্ববিদ্যালয়ের খাবার দোকানে ভিড়
ছবি: প্রথম আলো

খেলার মধ্য বিরতিতে বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্টে ভিড় দেখা গেল। ফুডকোর্টের পরিচালক আবদুস সোবহান বলেন, সন্ধ্যা সাতটার দিকে দোকান বন্ধ করে দিতেন। এখন খেলার জন্য রাত তিনটা পর্যন্ত খোলা রাখছেন।

আরও পড়ুন

আয়োজকদের পক্ষে সজীবুর রহমান বলেন, বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন থাকবে। দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে আছেন সিলেটের জালালাবাদ থানার পুলিশ সদস্যরা। উপপরিদর্শক জয়ন্ত দে বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাঁরা সকাল পর্যন্ত টহল দেন।
খেলা দেখতে এসেছিলেন আখালিঘাট এলাকার বাসিন্দা মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, বড় পর্দায় খেলা দেখতে ভালো লাগে। এ ছাড়া এত দর্শক মিলে হইচই করতেও আনন্দ হয়। নগরের মদিনা মার্কেট এলাকার নির্মলেন্দু সরকার বন্ধুদের সঙ্গে এসেছেন বড় পর্দায় খেলা দেখতে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বড় পর্দায় খেলা দেখতে এসেছেন হাজারো দর্শক
ছবি: প্রথম আলো

খেলা চলাকালে আর্জেন্টিনার একাধিক আক্রমণে গোলের সম্ভাবনা জাগলেও গোল হচ্ছিল না, এতে অনেককেই আফসোস করতে দেখা যায়। তবে খেলা শেষে সবকিছু পরিণত হয় আনন্দে। খেলা শেষের বাঁশি দেওয়ার পর মুক্তমঞ্চের সামনে গান ছেড়ে তাল মেলাতে থাকেন আর্জেন্টিনার সমর্থকেরা। পরে মাঠ থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় আনন্দমিছিল করেন তাঁরা।

আরও পড়ুন