সাতকানিয়ায় ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাতকানিয়ায় একটি ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে সাতকানিয়া পৌরসভার সাতকানিয়া মডেল হাইস্কুল কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে মডেল হাইস্কুল ভোটকেন্দ্রের দক্ষিণ দিক থেকে পরপর পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে দুটি ককটেল বিস্ফোরিত হয় স্কুলের সীমানাপ্রাচীরের বাইরে।

অন্য তিনটি ককটেল স্কুলের সীমানাপ্রাচীরের ভেতরে পড়লেও বিস্ফোরিত হয়নি। তবে এ সময় কেন্দ্রটিতে ভোটারের তেমন উপস্থিতি ছিল না।

আরও পড়ুনঃ

কক্ষে ভোটার নেই, বাইরে লাইন দেখানোর চেষ্টা ছাত্রলীগের

নৌকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষের পর লাঙ্গলের প্রার্থীর ভোট বর্জন

সরকার যত ভাগ চাইবে, ইসি তত ভাগ ভোট দেখাবে: লেবার পার্টি

ভোটকেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশের নায়েক লোকমান হাকিম প্রথম আলোকে বলেন, পরপর পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। তবে কারা ককটেলগুলো নিক্ষেপ করেছে, তা এখনো জানা সম্ভব হয়নি।

ভোটকেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা রনি দাশ বলেন, ককটেল বিস্ফোরণের সময় ভোটকেন্দ্রে ভোটারের তেমন উপস্থিতি ছিল না। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন এসে অবিস্ফোরিত ককটেল তিনটি পানিতে ফেলে নিষ্ক্রিয় করেন। এরপর সেগুলো বাঁশের পুকুরে ফেলে দেওয়া হয়।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেব।